সংস্কৃতির সেতুবন্ধন সুন্দরবনের বইমেলায় ।বই এর পাশাপাশি চিত্র তারকাদের হাতের নাগালে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ। সুন্দরবনে বইমেলায় ফুটে উঠলো এক চিলতে বলিউড। করোনাকালে দীর্ঘদিন গৃহবন্দী থাকায় বিনোদন থেকে একপ্রকার দূরেই সরে গিয়েছিল মানুষ। বিশেষ করে সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষ একাধিক জায়গা থেকে কাজ হারিয়ে বিপন্নতার মধ্যে পড়েছিল। নিজেদের খাওয়া-দাওয়া জোটাতেই তাদের কালঘাম বেরিয়ে যাচ্ছে তাহলে বিনোদনের ব্যবস্থা কি করে করবে?
অবশেষে সেই মনোরঞ্জন তথা বিনোদনের ব্যবস্থা হলো সুন্দরবন শিল্প, সংস্কৃতি ও বইমেলায়। এবারে তাদের থিম ষোলআনা বলিউড। সিনেমা আমাদের গহনে-স্বপনে। অভিনেতাদের স্টাইল থেকে শুরু করে ডায়লগ সব কিছুতেই সিনেমার ভূমিকা প্রাত্যহিক জীবনে আমরা করে থাকি। হয়তো অনেক সময় অক্ষমতার জন্য সেই সমস্ত বলিউডি তারকাদের হাতের নাগালে পায় না সুন্দরবনবাসী।
তাই বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী মোহনবাগান ক্লাবের উদ্যোগে এক টুকরো বলিউডকে তুলে ধরা হলো সুন্দরবনের এই বইমেলায়। স্টেজ থেকে শুরু করে মেলা প্রাঙ্গনের বিভিন্ন জায়গায় রয়েছে অমিতাভ বচ্চন, দেবানন্দ্, শাহরুখ খান ও সালমান খান সহ একাধিক চিত্রতারকার চোখ ধাঁধানো কাট আউট। যা দেখে নিজেদেরকে আর সামলাতে না পেরে একাধিক শিল্পীর সঙ্গে নিজেদের সেল্ফি তুলতে ব্যস্ত সুন্দরবনের তরুণ প্রজন্ম।
পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই ধরনের বইমেলায় বইয়ের পাশাপাশি বলিউডি পরিবেশ পেয়ে যথেষ্টই আপ্লুত সুন্দরবনের আদিবাসীরা। শুধুমাত্র কাট আউট নয়, বলিউডি সিনেমা থেকে শুরু করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও হিন্দি সিনেমার আঁচ লক্ষ করা যাচ্ছে। মেলার উদ্যোক্তা সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো জানান, আমাদের মেলায় হয়তো মুম্বাই থেকে তারকাদের আনতে পারি না কিন্তু এই ধরনের প্রয়াসে এই প্রান্তিক এলাকার মানুষের আক্ষেপ খানিকটা হলেও মেটানোর চেষ্টা করছি আমরা।
আর ও পড়ুন ফিরে দেখা ২০২১ঃ জানুন কেমন কাটল আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী বছর
এদিনের এই বইমেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিব প্রসাদ হাজরা, বাদুড়িয়া, মিনাখাঁ ও বসিরহাট উত্তরের বিধায়ক সহ একাধিক আধিকারিকরা। একদিকে আদিবাসীদের ঝুমুর ও পাতা নাচ অন্যদিকে বলিউডি গানের নৃত্যে জমে উঠেছে সুন্দরবনের এই বইমেলা।
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের এই মেলাকে কেন্দ্র করে তাদের ছোট্ট পৃথিবীতে বই এর স্বাদ থেকে শুরু করে এক টুকরো আনন্দ পেতে বইপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।