সকলের চোখে ধুলো দিয়ে চলছে বন্যপ্রাণ পাচার

সকলের চোখে ধুলো দিয়ে চলছে বন্যপ্রাণ পাচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ ফেব্রুয়ারি, নতুন পদ্ধতিতে বন্যপ্রাণ পাচার।স্কুল ব্যাগের মধ্যে বস্তায় মুড়ে প্রচুর পরিমানে কচ্ছপ পাচার করতে গিয়ে পাচারের মূল পান্ডা সম্রাট রায় সহ আটক ২০ জন। তার মধ্যে মহিলা ও বাচ্চা ও রয়েছে।যাতে কেউ সন্দেহ না করে সেই কারণেই ইউপি থেকে কলকাতায় ঘুরতে আসার নাম করে এই কচ্ছপ পাচার।

সূত্রের খবর ,ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর কাছে খবর ছিল যে একটি বড় কচ্ছপ এর কনসাইনমেন্ট ট্রেনে করে ইউপি থেকে আসছে কলকাতায়।সেই মতো তারা নৈহাটি স্টেশনে রাত থেকে অপেক্ষা করছিল।সেই মতো ভোর বেলায় যখন ট্রেন আসে দেখা যায় মহিলা পুরুষ ও বাচ্চা মিলিয়ে ২০ জন ওই গাড়িতে ওঠে।তাদের প্রত্যেকের কাছে স্কুল ব্যাগ ছিল তার মধ্যে বস্তায় মোড়া কচ্ছপ।এর পর তাদের আটক করে সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে আসা হয়।এদের মধ্যে একজন এই কচ্ছপ পাচার চক্রের অন্যতম মূল পান্ডা।তারা কোথায় এই কচ্ছপ পাচার করতে যাচ্ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top