সকালে কাজে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার

সকালে কাজে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ই নভেম্বর, সকালে কাজে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সমীরণ বিবি, বছর ৫৫। ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায়।

সকালে গাবতলার নিজের বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউনে কাজে যাচ্ছিলেন মহিলা। হাতিশালাতে গাড়ি ধরার জন্য রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। সেই সময় একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনা স্থলেই মৃত্যু হয় সমীরণ বিবির। সমীরন বিবি কে ধাক্কা মারার পর ওই প্রাইভেট গাড়িটি আর একটু দূরে গিয়েই পাল্টি খেয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গাড়ি চালককে ধরে মারধর করতে শুরু করে।

সেই সময় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দ্রুতগতিতে এসে ওই গাড়িচালককে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে। এরই পাশাপাশি তিনি দাবি করেন, এই এলাকায় খুব দ্রুত গতিতে গাড়ি চলে। এখানে ট্রাফিক ব্যবস্থা বাড়ানোর প্রয়োজন পুলিশের। প্রাইভেট গাড়িটি বেদিক ভিলেজের দিক থেকে খুব দ্রুত গতিতে আসছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সমিরন বিবি কে ধাক্কা মারে। ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির চালক। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেস থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

সমীরণের মৃত্যুর পর উত্তেজিত জনতা দীর্ঘক্ষন ধরে রাস্তা অবরোধ করে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলাও চালায় উত্তেজিত জনতা। পরে  আরাবুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উত্তেজিত জনতাকে শান্ত করে। ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালককে আটক করেছে কলকাতা লেদার কমপ্লেক্সে থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top