
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি, বন্যা কবলিত ঘাটালে বিষধর সাপ দেখা যাওয়া খুবই সাধারণ ব্যাপার। সাপের কামড়ে মারা গিয়েছেন বহু লোকই। অনেকে সাবধানতা বশত রক্ষা পেয়ে গিয়েছেন। শুক্রবার সকালে তেমনই একজন বরাতজোরে বেঁচে গিয়েছেন ক্ষীরপাই পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সনাতন পাত্র। ঘুম থেকে উঠে দরজা খুলতেই তার বাড়ির সামনে দুই “গোখরো”। কোনমতে সরে গিয়ে বনদপ্তর খবর দিয়ে রক্ষা পেয়েছেন।
সনাতন পাত্র এর পুরনো মাটির বাড়ি। তা হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ির উঠোন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখতে পান সামনে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে দুই বিষধর খরিস সাপ। দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকে প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে।
দাসপুর থানার সুলতাননগর বিট অফিসের কর্মীরা সেখানে হাজির হয়। পরপর দুটি সাপকে বাড়ির পাশ থেকে খুঁজে বের করে ধরে নেন তারা। বনকর্মীরা জানান এই দুটি সাপ বিষধর, সাত থেকে আট বছরের পুরনো। বন্যাকবলিত ঘাটাল চন্দ্রকোনা এলাকাতে এই সাপগুলি আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন গৃহস্থের বাড়িতে গিয়ে ঢুকে যায়। এখানেও তাই ঘটেছে। আমরা সবগুলিকে প্রাথমিক পরীক্ষা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেব।



















