নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ মার্চ, করোনা আতঙ্কের মধ্যে ফের এক নয়া বিপদ নেমে এল। আজ সকালে ভবানীপুরে বহুতল আবাসনে ভয়াবহ আগুন। আবাসনে ১৭ তলায় এই আগুন, এর জেরে বেশ কয়েকজন আটকে পড়েছে।ভয়াবহ এই আগুনের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভবানীপুর এলাকায়।
আজ সোমবার সকালে হঠাৎ আবাসনের ১৭ তলায় আগুন লাগে। আগুনে বেশ কয়েক জনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। বাইরে বারান্দা থেকে আগুনের শিখা দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীকে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এমনটাই সূত্রে খবর। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এইমুহূর্তে একটা গোটা ফ্লোর দাউদাউ করে জ্বলছে। আবাসনের ওপরের তিনটে তলা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।উপরের দিকে আগুন ক্রমশ ছড়ানোর আশঙ্কা রয়েছে। নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে।সকাল সকাল এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কলকাতার ভবানীপুর এলাকায়।তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।