নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৫ ফেব্রুয়ারি, শনিবার সকালে বহরমপুর থানার পাকুড়িয়া উত্তরপাড়ার মুসাহারপাড়া এলাকাতে সকেট বোমা উদ্ধার।বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি বহরমপুরে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এক যুবক বাড়ি তৈরীর জন্য জায়গা পরিস্কার করতে গিয়ে দেখে একটি টিনের বাক্সের মধ্যে কতগুলি তাজা সকেট বোমা রাখা রয়েছে। তারপরই বহরমপুর থানায় খবর দেওয়া হয়েছে। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কে বা কারা বোমাগুলি এখানে রেখে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাস্থলে বোমস্কোয়ার্ড এসে বোমাগুলিকে উদ্ধার করে।