ভাইরাল – প্রকৃতির অদ্ভুত বাস্তবতা ফুটে উঠল এক ভাইরাল ভিডিওতে। জলাশয়ের ধারে একটি উঁচু পাথরের উপর সঙ্গমে লিপ্ত ছিল দু’টি ব্যাঙ। হঠাৎই জলাশয় থেকে ধীরে ধীরে উঠে আসে এক সাপ, চোখে যেন শুধু শিকার। মুহূর্তের মধ্যেই সাপটি কামড় বসায় জোড়া ব্যাঙের উপর। আর সেই মুহূর্তেই ঘটে যায় নাটকীয় দৃশ্য — প্রাণের ভয়ে সঙ্গীকে ফেলে সাঁতার কেটে পালিয়ে যায় স্ত্রী ব্যাঙ, আর সাপের কবলে প্রাণ হারায় পুরুষ ব্যাঙ।
এই ভয়াবহ অথচ চমকপ্রদ ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে ‘NatureIsMetal’ নামের অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যায়, জলাশয়ের জল ভেদ করে সাপটি ধীরে ধীরে এগিয়ে আসছে পাথরের দিকে। ব্যাঙ দু’টি নিজেদের জগতে মগ্ন, আসন্ন বিপদের আভাস নেই কোনও। সাপটি পাথরে উঠে এক ছোবলে ধরল শিকার, দু’টি ব্যাঙকেই একসঙ্গে টেনে নিয়ে গেল জলে।
কিন্তু ঠিক সেই সময়ই নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠে স্ত্রী ব্যাঙ। ছটফট করতে করতে কোনওভাবে সাপের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর তড়িঘড়ি সাঁতার কেটে পালিয়ে যায় জলাশয়ের দূর প্রান্তে। অন্যদিকে তার সঙ্গী পুরুষ ব্যাঙ সাপের কবল থেকে আর রেহাই পায়নি — কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতা — প্রেমের থেকেও দামি নিজের প্রাণ।” আরেকজনের মন্তব্য, “সাপের শিকার যেমন ভয়ানক, তেমনি বেঁচে থাকার লড়াইও নির্মম।”
প্রকৃতির এই ভয়াবহ অথচ বাস্তব দৃশ্য একদিকে যেমন মুগ্ধ করেছে দর্শকদের, অন্যদিকে তুলে ধরেছে জীবজগতের কঠিন প্রতিযোগিতার রূপরেখা।




















