সঙ্গমের সময় মহিলাদের কোন দিকে খেয়াল রাখেন পুরুষরা?

সঙ্গমের সময় মহিলাদের কোন দিকে খেয়াল রাখেন পুরুষরা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সঙ্গমের সময় মহিলাদের কোন কোনদিকে পুরুষদের নজর থাকে? বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরুষরা কখনওই মহিলা সঙ্গীর সাজগোজকে সঙ্গমের সময় মাথায় রাখেন না। বরং তাঁরা দেখতে চান সঙ্গম প্রক্রিয়ায় মহিলা সঙ্গীও সমানভাবে উত্তেজিত হয়ে উঠছেন কিনা। পুরুষের ঠিক যতটা আগ্রহ, মহিলাও ততটা আগ্রহী কিনা, তা পরখ করে দেখে নেন তাঁরা।

 

আর তার কিছু মাপকাঠি আছে। কীরকম? যেমন পুরুষরা দেখেন, শুধু তাঁরাই আগ্রহ দেখাচ্ছেন নাকি সঙ্গিনীও আগ্রহী হয়ে উঠছে? এ জিনিস বুঝতে ছোটখাটো কয়েকটি জিনিসের দিকে নজর রাখেন তাঁরা। যদি সঙ্গমের জন্য নারীও আগ্রহী হন, তাহলে তাঁরা নিজেরাই কিছু কাজ করেন। পুরুষকে সাহায্য করেন। পুরুষকে বিশ্রাম দিয়ে সঙ্গমের শারীরিক প্রক্রিয়ার দায়িত্ব তাঁরাও পালন করেন।

 

তাতেই বোঝা যায় আগ্রহ কোন তরফে ঠিক কতটা। সঙ্গমে শিৎকারের দিকে নজর থাকে পুরুষদের। সচেতনভাবে না হলেও অবচেতনে এই শিৎকার ধ্বনি তাঁদের জাগিয়ে তোলে। তবে পর্নছবি দেখে অনেকেই ভুল ধারণা নিয়ে থাকেন। বিকট শব্দ বা শব্দে উচ্চকিত করা নয়। সঠিক শিৎকার এবং শিৎকারের সময় নারীর মুখ থেকে বেরিয়ে আসা যথাযথ শব্দই পুরুষকে সংকেত দেয় যে, সঙ্গম নারীর কাছেও উপভোগ্য হয়ে উঠেছে।

আর ও পড়ুন    অ্যাসিড আক্রান্ত নদীয়ার ব্যবসায়ী, ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

উল্লেখ্য, সঙ্গমের সময় মহিলাদের কোন কোনদিকে পুরুষদের নজর থাকে? বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরুষরা কখনওই মহিলা সঙ্গীর সাজগোজকে সঙ্গমের সময় মাথায় রাখেন না। বরং তাঁরা দেখতে চান সঙ্গম প্রক্রিয়ায় মহিলা সঙ্গীও সমানভাবে উত্তেজিত হয়ে উঠছেন কিনা। পুরুষের ঠিক যতটা আগ্রহ, মহিলাও ততটা আগ্রহী কিনা, তা পরখ করে দেখে নেন তাঁরা।

 

আর তার কিছু মাপকাঠি আছে। কীরকম? যেমন পুরুষরা দেখেন, শুধু তাঁরাই আগ্রহ দেখাচ্ছেন নাকি সঙ্গিনীও আগ্রহী হয়ে উঠছে? এ জিনিস বুঝতে ছোটখাটো কয়েকটি জিনিসের দিকে নজর রাখেন তাঁরা। যদি সঙ্গমের জন্য নারীও আগ্রহী হন, তাহলে তাঁরা নিজেরাই কিছু কাজ করেন। পুরুষকে সাহায্য করেন। পুরুষকে বিশ্রাম দিয়ে সঙ্গমের শারীরিক প্রক্রিয়ার দায়িত্ব তাঁরাও পালন করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top