ভাইরাল – এক জন শুধু বসে বসে আরাম নিচ্ছে। আর সব খাটুনি অন্য জনের! এমন বিনামূল্যের সেবা দিতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছে একটি বিড়াল। চোখেমুখে রাগ ফুটে উঠছে তার। সঙ্গিনীর ঘাড় মালিশ করতেই তার যত বিরক্তি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘লভ_০৯০৩’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় খাঁচাবন্দি দুই বিড়ালের কাণ্ডকারখানা ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সাদা বিড়ালের ঘাড় মালিশ করে দিচ্ছে খাঁচায় বন্দি অন্য একটি বিড়াল। সাদা বিড়ালের ঘাড়ে সামনের পা দু’টি তুলে দিয়েছে বিড়ালটি। সামনের দুই পা দিয়েই অনবরত সাদা বিড়ালের ঘাড় মালিশ করে যাচ্ছে সে।অন্য দিকে আরাম করে বসে রয়েছে সাদা বিড়ালটি। মাঝেমধ্যে আবার ঘাড় ঘুরিয়ে অন্য বিড়ালের দিকে তাকাচ্ছে সে। বিনামূল্যের সেবা করতে গিয়ে বিরক্ত হয়ে পড়েছে অন্য বিড়ালটি। কিন্তু সঙ্গিনীর ঘাড় মালিশ করা থামাচ্ছে না সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছেন নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘মালিশ করতে করতে রেগে গিয়েছে বিড়ালটি। তবুও থামছে না। সঙ্গিনীকে রাগিয়ে কী লাভ!’’
