সঙ্গীর হাত ধরার মধ্যে ভালোবাসার প্রকাশ ঘটে। তবে গবেষণা বলছে হাত ধরার আরও অনেক গুণ রয়েছে। এই ছোট্ট একটা কাজই আপনার মানসিক চাপ অনেক কমিয়ে দিতে পারে।
পরস্পরের হাত ধরার অর্থ মুখে না বলেও পরস্পরের প্রতি আস্থা ও ভরসার কথা বুঝিয়ে দেওয়া। স্পর্শ করেই একজনের আবেগ অন্যজনের মধ্যে সঞ্চারিত করা যায়। সাম্প্রতিক সমীক্ষায় কয়েকজনকে বলা হয়েছিল যে মুখে কিছু না বলে স্পর্শ করে সঙ্গীকে বোঝাতে যে তিনি কী বলতে চাইছেন। দেখা গিয়েছে ৭৫%-ই একেবারে সঠিক উত্তর দেয়। পরস্পরের হাত ধরলে আমাদের শরীরে লাভ হরমোনের নিঃসরণ ঘটে বলে জানাচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এর ফলে শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও আমরা আরও সক্রিয় হয়ে উঠি। ইউনিভার্সিটি অফ কলোরাডো বলছে পরস্পরের হাত ধরলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যাথা-বেদনার অনেকটা উপশম হয়। সঙ্গীর হাত ধরা হার্টের জন্যও ভালো।
সঙ্গীর হাত ধরুন! প্রেম বাড়বে আর চাপ কমবে
সঙ্গীর হাত ধরুন! প্রেম বাড়বে আর চাপ কমবে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram