বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সঙ্গীরা

বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সঙ্গীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সঙ্গে

বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সঙ্গীরা। নদীতে কাঁকড়া ধরে নৌকায় শুয়ে গল্প করাই কাল হল মৎস্যজীবীদের। সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকায়। মৎস্যজীবী লক্ষ্মীন্দর সাপুই এর মাথায় কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

কিন্তু অপর দুই সঙ্গী লাঠি, বৈঠা নিয়ে সঙ্গীকে বাঁচাতে বাঘের দিকে তেড়ে যায়। শেষে শিকার ছেড়ে জলে ঝাঁপিয়ে সাঁতরে জঙ্গলে চলে যায় বাঘ। জীবন বাঁচে লক্ষ্মীন্দরের। জখম অবস্থায় তাঁকে সোমবার রাতে নিয়ে আসা হয় কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে।

 

আর ও পড়ুন  তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীন

 

জানা গিয়েছে, গত সোমবার কুলতলির দেউলবাড়ির চিতুরি মুখ এলাকার বাসিন্দা সৌমিত্র সরদার, লক্ষ্মীন্দর সাপুই, ইব্রাহিম শেখ সুন্দরবনের বেণীফেলি জঙ্গলের কাছে নদীতে কাঁকড়া শিকারে যায়। সোমবার দুপুর ১২-৩০ টার পর কাঁকড়া ধরে তাঁরা নৌকায় শুয়ে গল্প করছিল। সেইসময়েই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আক্রমণ করে। সঙ্গী ইব্রাহিম শেখ বলেন, লক্ষ্মীন্দরের জীবন বাঁচিয়ে ফিরব ভাবিনি। আমরা ঘুমিয়ে পড়লে বাঘ তিনজনকেই নিয়ে যেত।

 

উল্লেখ্য, বাঘের সঙ্গে লড়াই করে জখম মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সঙ্গীরা। নদীতে কাঁকড়া ধরে নৌকায় শুয়ে গল্প করাই কাল হল মৎস্যজীবীদের। সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকায়। মৎস্যজীবী লক্ষ্মীন্দর সাপুই এর মাথায় কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।  কিন্তু অপর দুই সঙ্গী লাঠি, বৈঠা নিয়ে সঙ্গীকে বাঁচাতে বাঘের দিকে তেড়ে যায়। শেষে শিকার ছেড়ে জলে ঝাঁপিয়ে সাঁতরে জঙ্গলে চলে যায় বাঘ। জীবন বাঁচে লক্ষ্মীন্দরের।

 

জখম অবস্থায় তাঁকে সোমবার রাতে নিয়ে আসা হয় কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, গত সোমবার কুলতলির দেউলবাড়ির চিতুরি মুখ এলাকার বাসিন্দা সৌমিত্র সরদার, লক্ষ্মীন্দর সাপুই, ইব্রাহিম শেখ সুন্দরবনের বেণীফেলি জঙ্গলের কাছে নদীতে কাঁকড়া শিকারে যায়। সোমবার দুপুর ১২-৩০ টার পর কাঁকড়া ধরে তাঁরা নৌকায় শুয়ে গল্প করছিল। সেইসময়েই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আক্রমণ করে। সঙ্গী ইব্রাহিম শেখ বলেন, লক্ষ্মীন্দরের জীবন বাঁচিয়ে ফিরব ভাবিনি। আমরা ঘুমিয়ে পড়লে বাঘ তিনজনকেই নিয়ে যেত।

RECOMMENDED FOR YOU.....