১৬ নং জাতীয় সড়কে দূঘটনায় মৃত্যু হলো দুই জনের । পথ দূর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ২ যুবকের। মৃতেরা হল রিষভ সিংহ (২০) এবং মানস বেরা (১৮)। বাড়ি বাগনানের সন্তোষপুরে। দূঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বিরশীবপুর শিল্প তালুকের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে দুই যুবক বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে উলুবেড়িয়ার দিকে আসছিল। সকাল ১০ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে বিরশীবপুর শিল্প তালুকের সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।
দূঘটনায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।পরে একটি লরি তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। দূঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহদুটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উল্লেখ্য, ১৬ নং জাতীয় সড়কে দূঘটনায় মৃত্যু হলো দুই জনের । পথ দূর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ২ যুবকের। মৃতেরা হল রিষভ সিংহ (২০) এবং মানস বেরা (১৮)। বাড়ি বাগনানের সন্তোষপুরে। দূঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বিরশীবপুর শিল্প তালুকের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে দুই যুবক বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে উলুবেড়িয়ার দিকে আসছিল।
আরও পড়ুন- রণবীরের সঙ্গে অনেকদিন আগেই বিয়ে সেরে ফেলেছেন আলিয়া, নিজেই করলেন স্বীকারোক্তি
সকাল ১০ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে বিরশীবপুর শিল্প তালুকের সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দূঘটনায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।পরে একটি লরি তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। দূঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহদুটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
১৬ নং জাতীয় সড়কে দূঘটনায় মৃত্যু হলো দুই জনের । পথ দূর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ২ যুবকের। মৃতেরা হল রিষভ সিংহ (২০) এবং মানস বেরা (১৮)। বাড়ি বাগনানের সন্তোষপুরে। দূঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বিরশীবপুর শিল্প তালুকের সামনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে দুই যুবক বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে উলুবেড়িয়ার দিকে আসছিল। সকাল ১০ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে বিরশীবপুর শিল্প তালুকের সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।