সততার নজির গড়লেন মালদার এক সিভিক ভলেন্টিয়ার

সততার নজির গড়লেন মালদার এক সিভিক ভলেন্টিয়ার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ নভেম্বর, সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার। মঙ্গলবার রাতে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিল মালিককে।অন্যদিনের মতো মঙ্গলবারও মালদা শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়ে ডিউটিতে যোগ দেন দিবাকর মন্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার। বাড়ি ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায়। ট্রাফিকের ডিউটি করার সময় রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। প্রায় ২০০০ টাকা নগদ, দুটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ ছিল ওই মানিব্যাগে।সততার পরিচয় দিয়ে ওই মানি ব্যাগে থাকা একটি নম্বরে ফোন করেন সিভিক ভলেন্টিয়ার।

তারপর মালদা শহরের বাঁশবাড়ী এলাকার বাসিন্দা অর্ঘ্যদীপ বসাক নামে এক যুবকের মোবাইলে ফোন যায়।ফোন পেয়ে অর্ঘ্যদীপ মঙ্গলবার রাতে হাজির হন পোস্ট অফিস মোড়ে।তার আইডি প্রুফ দেখে তার হাতে মানিব্যাগ ফিরিয়ে দেন সিভিক ভলেন্টিয়ার দিবাকর মন্ডল।পরিবারের অভাব রয়েছে। রয়েছে বাবা-মা স্ত্রী-পুত্র কিন্তু বিন্দুমাত্র লোভ হয়নি তার। তার চোখে-মুখে সততা লক্ষ্য করা গিয়েছিল এদিন রাতে। সকলের সামনে টাকা ভর্তি মানি ব্যাগটি অর্ঘ্যদীপের হাতে ফিরিয়ে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার।এর পাশাপাশি রাস্তায় পড়ে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেটও এক মহিলার হাতে তুলে দিয়েছিল ওই সিভিক ভলেন্টিয়ার। তার এই ব্যবহারে আপ্লুত শহরবাসী। পরিবারের অভাব থাকলেও লোভে পারেননি তিনি। মঙ্গলবার বিকেলে কুড়িয়ে পাওয়া একটি এন্ড্রয়েড মোবাইল এক মহিলাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর রাস্তায় পড়ে থাকা টাকাভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন ওই সিভিক ভলেন্টিয়ার। তাকে কুর্ণিশ জানায় পোস্ট অফিস মোড়ে উপস্থিত সকলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top