খোদ দেবী দুর্গাই এবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন করোনা সতর্কতা দিতে! পুজোর মরসুমে এমনই অভিনভ ভাবে চলছে করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রচার। ২০২০ সালের প্রথম দিন থেকেই সারাবিশ্ব করোনা মহামারীর কবলে চলে যায় জারি হয় লকডাউন এর জেরে সামরিক জীবন বিপন্ন হওয়া যায় ২০২০ দুর্গা পুজো পালন কারা হয় সরকারি করা বাধা-নিষেধ-এর সাথে, কিন্তু প্রতিবছরের মতো সেবারে উন্মাদনা না থাকলেও ঠেকিয়ে রাখা যায়নি বাঙালির আবেগ কে। ২০২১ এবছর দুর্গাপূজাতে জারি থাকবে করোনার বিধি-নিষেধ এর মধ্য দিয়েই পালিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
খোদ দেবীদুর্গাই এবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন করোনা সতর্কতা দিতে। শুধু তাই নয় সঙ্গে বিতরণ করছেন মাস্ক। আজ মহা পঞ্চমীর সকালেই শহর কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় দেখা গেল এমনই এক চিত্র। জীবন্ত দুর্গা ত্রিশূল হাতে ঘুরে ঘুরে বিতরণ করছেন মাস্ক।
আর ও পড়ুন দিল্লিতে দেখা দিয়েছে ব্ল্যাক আউটের আশঙ্কা, কেন? জানুন
হ্যাঁ এটাই এবারের দূর্গাপূজার থিম ‘বাঘপাড়া স্পোটিং ক্লাব’এর। থিমের নাম ‘দুয়ারে মা’। সকাল থেকেই কলকাতার দত্তাবাদ এলাকায় পুজো উদ্যোক্তারা এক রমণীকে দুর্গা সাজিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন মাক্স এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কোভিড সর্তকতা। দেখুন ভিডিও।
উল্লেখ্য, ২০২০ সালের প্রথম দিন থেকেই সারাবিশ্ব করোনা মহামারীর কবলে চলে যায় জারি হয় লকডাউন এর জেরে সামরিক জীবন বিপন্ন হওয়া যায় ২০২০ দুর্গা পুজো পালন কারা হয় সরকারি করা বাধা-নিষেধ-এর সাথে, কিন্তু প্রতিবছরের মতো সেবারে উন্মাদনা না থাকলেও ঠেকিয়ে রাখা যায়নি বাঙালির আবেগ কে।
২০২১ এবছর দুর্গাপূজাতে জারি থাকবে করোনার বিধি-নিষেধ এর মধ্য দিয়েই পালিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। খোদ দেবীদুর্গাই এবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন করোনা সতর্কতা দিতে। শুধু তাই নয় সঙ্গে বিতরণ করছেন মাস্ক। আজ মহা পঞ্চমীর সকালেই শহর কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় দেখা গেল এমনই এক চিত্র।
জীবন্ত দুর্গা ত্রিশূল হাতে ঘুরে ঘুরে বিতরণ করছেন মাস্ক। এটাই এবারের দূর্গাপূজার থিম ‘বাঘপাড়া স্পোটিং ক্লাব’এর। থিমের নাম ‘দুয়ারে মা’। সকাল থেকেই কলকাতার দত্তাবাদ এলাকায় পুজো উদ্যোক্তারা এক রমণীকে দুর্গা সাজিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন মাক্স এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কোভিড সর্তকতা। দেখুন ভিডিও।