নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে তাই পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের আধিকারীদের সতর্ক থাকার নির্দেশ দিল জেলা প্রশাসন। নিম্ন চাপের জেরে সোমবার সন্ধ্যা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কখনো ভারি কখনো হালকা বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাসও বইছে। বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা বৃষ্টির জলে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির অভাবে আমন ধানের চাষ নষ্ট হতে বসেছিল। বৃষ্টি শুরু হতেই ধান চাষীদের মুখে খুশির হওয়া কারণ নিম্নচাপে জেরে হওয়া বৃষ্টি তাদের অনেকটা সুবিধা করে দেবে। যার ফলে ধানের চাষ করতে আর কোন অসুবিধায় পড়তে হবে না।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
তবে এই বৃষ্টিতে ধানের চাষ ভালোভাবে শুরু করা গেলেও ক্ষতির মুখে পড়তে পারে সবজি চাষিরা। যার ফলে সবজি চাষীরা ক্ষতির আশঙ্কা করছেন। তবে সতর্ক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করে হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
মঙ্গলবার বৃষ্টি শুরু হতেই পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। রাস্তাঘাট ছিল শুনশান । জরুরি দরকার ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হয়নি ।মঙ্গলবার ছুটির দিন থাকায় বিভিন্ন বাসেও যাত্রী সংখ্যা কম ছিল। তবে আরও দুদিন এভাবেই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে । যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ব্লকের ব্লক প্রশাসনের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।