ত্রিপুরায় বিধায়ক হিসাবে সদস্যপদ খারিজ আশিস দাসের। যদিও পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলা বিধানসভা নির্বাচনের পরেই ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ত্রিপুরা সফর করেছেন। সদ্য আগরতলা পুর নির্বাচনেও লড়াই করেছে ঘাসফুল শিবির। তবে সবথেকে উল্লেখযোগ্য ছিল আশিস দাসের যোগদান। পড়শি রাজ্যে বিজেপি শিবিরে ভাঙণ ধরাতে পেরেছিল ঘাসফুল শিবির। মাথা মুড়িয়ে সোজা আদি গঙ্গায় স্নান।
বিজেপিকে তুলোধনা করেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন ত্রিপুরার নেতা আশিস দাস। গত বছরই তিনি হইচই ফেলে বিজেপি থেকে তৃণমূলে পা রেখেছিলেন। কিন্তু আলোচনার বিষয়বস্তূ হয়ে ওঠে বিজেপি ছাড়ার সময়ে তাঁর নেওয়া অভিনব পন্থা। মাথা মুড়িয়ে আদি গঙ্গায় স্নান করে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। যা সেই সময়ে মোটেই ভালো চোখে দেখেনি গেরুয়া শিবির। পরে আশিস দাস তৃণমূলে যোগ দেন। ত্রিপুরায় এক বিধায়ক পেয়েও শেষে বেজায় ধাক্কা খেতে হল ঘাসফুল শিবিরকে।
কারণ, সদ্যই ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ বিধায়ক হিসাবে সদস্যপদ খারিজ করে দিয়েছে আশিস দাসের। পড়শি এই রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতবে বলে দাবি করে এসেছিল তৃণমূল। কংগ্রেস, বাম, বিজেপি-সহ একাধিক শিবিরে ভাঙণ ধরিয়ে দল ভারী করাও শুরু হয়েছিল। আশিস দাসের অভিনব পন্থা দলবদলে স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও অস্বস্তির মধ্যে ফেলেছিল বিজেপিকে। এবার সেই আশিস দাসের বিধায়ক পদই খারিজ হয়ে গেল। তবে বিধায়ক এবারই প্রথম পায়নি তৃণমূল। এর আগেও ২০১৭ সালে সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন তৎকালীন কংগ্রেসের বিধায়ক তৃণমূলে সামিল হয়েছিলেন।
আর ও পড়ুন দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ গ্রাফ, দেশে তৃতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে
উল্লেখ্য, ত্রিপুরায় বিধায়ক হিসাবে সদস্যপদ খারিজ আশিস দাসের। যদিও পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলা বিধানসভা নির্বাচনের পরেই ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ত্রিপুরা সফর করেছেন। সদ্য আগরতলা পুর নির্বাচনেও লড়াই করেছে ঘাসফুল শিবির। তবে সবথেকে উল্লেখযোগ্য ছিল আশিস দাসের যোগদান। পড়শি রাজ্যে বিজেপি শিবিরে ভাঙণ ধরাতে পেরেছিল ঘাসফুল শিবির। মাথা মুড়িয়ে সোজা আদি গঙ্গায় স্নান।
বিজেপিকে তুলোধনা করেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন ত্রিপুরার নেতা আশিস দাস। গত বছরই তিনি হইচই ফেলে বিজেপি থেকে তৃণমূলে পা রেখেছিলেন। কিন্তু আলোচনার বিষয়বস্তূ হয়ে ওঠে বিজেপি ছাড়ার সময়ে তাঁর নেওয়া অভিনব পন্থা। মাথা মুড়িয়ে আদি গঙ্গায় স্নান করে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। যা সেই সময়ে মোটেই ভালো চোখে দেখেনি গেরুয়া শিবির। পরে আশিস দাস তৃণমূলে যোগ দেন। ত্রিপুরায় এক বিধায়ক পেয়েও শেষে বেজায় ধাক্কা খেতে হল ঘাসফুল শিবিরকে।