মালদা- সোমবার সকালে মালদা শহরের আমবাজারের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সঙ্গে ঝুলতে দেখা গেল এক সদ্যজাত শিশুর মৃতদেহ। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় একাধিক নার্সিংহোম রয়েছে এবং মাঝেমধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। তাঁদের দাবি, কোনও দুর্বৃত্ত সদ্যজাত শিশুটিকে জলে ফেলতে গিয়ে দেহটি পাইপে আটকে যায়। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা পুলিশের কাছে আবেদন জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এই নৃশংস ঘটনায় গোটা মালদা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। সমাজের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই নির্মমতা।




















