বিনোদন-সুখবর টলিউডে। মা- বাবা হতে চলেছেন অহনা দত্ত ও দীপঙ্কর রায়। জুটির পরিবারে এবছরই আসতে চলেছে ছোট্ট অতিথি। বেবি বাম্পের ছবি শেয়ার করে অন্ত:সত্ত্বা হওয়ার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অহনা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হওয়া মাত্রই নেটিজেন থেকে শুরু করে তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন জুটিকে।
এবছর অগাস্ট মাসেই অহনা জন্ম দেবেন তাঁর সন্তানের। সমুদ্র- সৈকতে বেবিমুনে গিয়ে সেই ছবি ভাগ করে নিয়েছেন জুটি। ছবিতে স্পষ্ট অহনার বেবি বাম্প। সঙ্গে রয়েছে দু’জনের আদুরে ছবি। ক্যাপশনে লিখেছেন, “আমাদের উজ্জ্বল নক্ষত্র… অগাস্ট ২০২৫-এ আসছে…।”

টেলিপাড়ায় দারুণ জনপ্রিয় ‘মিশকা’। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের খলনায়িকা মিশকা দর্শকদের গায়ে জ্বালা ধরাতে সফল হন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে, এই চরিত্রের জন্য তাঁকে কীভাবে গালমন্দ করেন নেটিজেনরা। অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। এই মেগার মাধ্যমে তাঁর অভিনয়ে জগতে হাতেখড়ি। কেরিয়ারের শুরুতেই ছক্কা হাকিয়েছেন অহনা।
প্রথম ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুতেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। এরই মধ্যে বড় পরিবর্তন আসে তাঁর জীবনে। টলিউডে পা রেখেছেন অহনা। রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’-র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করে দারুণ প্রশংসিত হন টেলি অভিনেত্রী।
‘অনুরাগের ছোঁয়া’-তে অভিনয় করতে করতেই রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করায়, তাঁকে কম কটাক্ষের সহ্য করতে হয়নি। এমনকী এই সম্পর্ক মেনে নেননি তাঁর মা। ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা। এমনকী সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে, দীপঙ্করকেই দায়ী করেন অহনার মা। ২০২৫-র প্রথম দিনই সকলকে সুখবর দেন নায়িকা। বিয়ে করেছেন দীপঙ্কর- অহনা। গত এক বছরের বেশি সময় ধরে তাঁরা বিবাহিত। তবে বিষয়টি পরিবার ও একেবারে কাছের বন্ধু- বান্ধব ছাড়া আগে কেউই প্রায় জানতেন না।