সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন নাবালিকার অপহরণে চাঞ্চল্য

সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন নাবালিকার অপহরণে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন নাবালিকার অপহরণে চাঞ্চল্য। দিনদুপুরে অপহরণ নাবালিকা! সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন নাবালিকার অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গড়িয়ার নবগ্রাম এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নরেন্দ্রপুর থানার পুলিশের। অপহরণ না এর পিছনে আছে অন্য কোন ষড়যন্ত্র! উঠছে প্রশ্ন।।

আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর নরেন্দ্রপুর থানা এলাকার নবগ্রামের এক নাবালিকা গত বৃহস্পতিবার টিউশন পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। নাবালিকার মোবাইল ফোন থেকে একটি ফোন নম্বরে ফোন করলে এক যুবক ফোন রিসিভ করে জানায় বাসে তুলে দিয়েছি। তারপরই ফোন সুউচ অফ। সন্দেহ দাঁনা বাঁধে পরিবারের। নরেন্দ্রপুর থানার দারস্থ হয় নাবালিকার পরিবারের সদস্যরা। একটি নিখোঁজ ডায়রিও করেন। অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে। জারি করেছে কিডন্যাপিং কেস। শনিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

 

পিতৃহারা শান্তশিষ্ট স্বভাবের নাবালিকা মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন হয়েছে এবছর। পড়াশোনা ও বাড়ির কাজ ছাড়া তেমন কিছু চোখে পড়তো  এলাকার সাধারণ মানুষের। প্রতিবেশীদের দাবি, বরাবরই এলাকার ভালো মেয়ে হিসাবে পরিচিত ছিলো ঐ নাবালিকা। কখনো বাজে কিছুই দেখেনি বা শোনেনি তার বিরুদ্ধে। তাহলে কোথায় গেলো ঐ নাবালিকা?প্রশ্ন উঠছে! মোবাইলে কথা বলে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে নাবালিকাকে কি অপহরণ করা হয়েছে? নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে অন্য কারোর সঙ্গে ঐ নাবালিকা?উঠছে প্রশ্ন! নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যে ধৃত যুবককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে বলে সূত্রের খবর। পাশাপাশি ধৃত যুবকের সঙ্গে নাবালিকার কি সম্পর্ক? নাবালিকাকে কেন বাসে তুলে দিল ঐ যুবক?নাবালিকা কোথায় যাবে বা কার সঙ্গে বেরিয়েছে তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top