স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে পথে বসেছেন আমিনা বেওয়া। ভিন রাজ্যে পাথরের খাদানে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে স্বামী। স্বামীর মৃত্যুর পর তার সন্তানকে নিয়ে পথে বসেছেন স্ত্রী আমিনা বেওয়া। হরিয়ানাতে পাথরের খাদানে সন্তানের জন্ম হয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় দরিদ্র বিধবা রমণী। আর এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডালনা পাড়া এলাকায়।
জানা গেছে দাঙাপারা এলাকার বাসিন্দা মিলন মন্ডল তার স্ত্রী আমিনা বিবিকে নিয়ে হরিয়ানার পাথরের খাদানে কাজ করতেন। সেখানেই তার পাঁচ সন্তানের জন্ম। ভিন রাজ্যে সন্তানের জন্ম হওয়ায় আমিনা বেওয়ার সন্তানদের জন্ম সার্টিফিকেটও তৈরি হয়নি।সেই কারণে এখনো পর্যন্ত তৈরি হয়নি রেশন কার্ড কিংবা আধার কার্ডও।
আর ও পড়ুন স্বাস্থ্যকেন্দ্র থেকে লক্ষাধিক টাকা দামের জরুরী মেশিন চুরি
এমত অবস্থায় কয়েক মাস আগে আমিনা বেওয়ার স্বামী মিলন মন্ডল গত হলে ৫ শিশু সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছেন আমিনা বেওয়া। ঘটনায় তিনি সরকারি আধিকারিকের মুখাপেক্ষী। অসহায় এই রমণী এই মুহূর্তে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দিন গুজরান করছেন। এমনকরে কয়দিন চলবে তাই নিয়েই চিন্তায় আমিনা বেওয়া। এই বিষয়ে রামকৃষ্ণপুর গ্রাম প্রধান প্রিয়াংকা সিংহ রায়ের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমি জানতে পেরেছি জন্মের ২১ দিনের মধ্যে পঞ্চায়েতের কাছে আবেদন করলে পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট বের করে দেওয়া হয়।
ওই মহিলার সন্তানদের জন্ম ভিন রাজ্যে তাই ব্লক অফিস থেকে বিডিও সাহেবের অনুমতিক্রমেই আমরা ওই মহিলার সন্তানদের জন্ম সার্টিফিকেট বের করতে পারব। পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকে যেটুকু সাহায্য করবার আমরা করার চেষ্টা করব।
উল্লেখ্য, স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে পথে বসেছেন আমিনা বেওয়া। ভিন রাজ্যে পাথরের খাদানে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে স্বামী। স্বামীর মৃত্যুর পর তার সন্তানকে নিয়ে পথে বসেছেন স্ত্রী আমিনা বেওয়া। হরিয়ানাতে পাথরের খাদানে সন্তানের জন্ম হয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় দরিদ্র বিধবা রমণী। আর এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডালনা পাড়া এলাকায়। জানা গেছে দাঙাপারা এলাকার বাসিন্দা মিলন মন্ডল তার স্ত্রী আমিনা বিবিকে নিয়ে হরিয়ানার পাথরের খাদানে কাজ করতেন। সেখানেই তার পাঁচ সন্তানের জন্ম। ভিন রাজ্যে সন্তানের জন্ম হওয়ায় আমিনা বেওয়ার সন্তানদের জন্ম সার্টিফিকেটও তৈরি হয়নি।সেই কারণে এখনো পর্যন্ত তৈরি হয়নি রেশন কার্ড কিংবা আধার কার্ডও। এমত অবস্থায় কয়েক মাস আগে আমিনা বেওয়ার স্বামী মিলন মন্ডল গত হলে ৫ শিশু সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছেন আমিনা বেওয়া।
ঘটনায় তিনি সরকারি আধিকারিকের মুখাপেক্ষী। অসহায় এই রমণী এই মুহূর্তে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দিন গুজরান করছেন। এমনকরে কয়দিন চলবে তাই নিয়েই চিন্তায় আমিনা বেওয়া। এই বিষয়ে রামকৃষ্ণপুর গ্রাম প্রধান প্রিয়াংকা সিংহ রায়ের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমি জানতে পেরেছি জন্মের ২১ দিনের মধ্যে পঞ্চায়েতের কাছে আবেদন করলে পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট বের করে দেওয়া হয়।