বলিউড- বলিউডে খুশির হাওয়া। বাবা-মা হলেন জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। শনিবার কিয়ারা জন্ম দিলেন এক কন্যা সন্তানের। বছরের শুরুতেই এই সুখবরের ইঙ্গিত মিলেছিল, যখন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তারকা দম্পতিকে দেখা গিয়েছিল সাদা রঙের ছোট্ট একজোড়া শিশুর মোজা হাতে নিয়ে। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের জীবনের সেরা উপহার, শীঘ্রই আসছে।” সেই জল্পনাই অবশেষে সত্যি হল।
গত ১২ জুলাই মুম্বইয়ের এক হাসপাতালে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থকে। সেদিন কিয়ারাকে বড় ছাতার আড়ালে বেবি বাম্প ঢেকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। সঙ্গে ছিলেন সিদ্ধার্থের শ্বশুর, অর্থাৎ কিয়ারার বাবা জগদীপ আডবানি। সেদিনই নেটদুনিয়ায় জোর গুঞ্জন ছড়ায় যে, অভিনেত্রী বুঝি সেদিনই সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও তারকা জুটি জানিয়েছিলেন, তাঁরা রুটিন চেকআপেই গিয়েছিলেন। কিন্তু মাত্র দু’দিনের ব্যবধানে এল সুখবর—কন্যাসন্তানের জন্ম দিলেন কিয়ারা।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেই বিবাহবার্ষিকীর দু’বছর পূর্তির আগেই নতুন সদস্য এল তাঁদের জীবনে। অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে শুটিং বন্ধ রেখেছিলেন। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাঁকে দেখা গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে, যা ছিল নজিরবিহীন ঘটনা। এর আগেই বড়দিনে কিয়ারার সাদা-কালো পলকা ডট পোশাক পরা ছবি ঘিরে গুজব ছড়ায় যে পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। কারণ, বলিউডে সন্তান আগমনের খবর ভাগ করে নিতে এই পোশাকই যেন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে।
সন্তান প্রসঙ্গে এক চ্যাট শো-তে সিদ্ধার্থ বলেছিলেন, “একজন শিশুকে শুধুমাত্র বড় করে তোলাই নয়, বরং তাকে সাংস্কৃতিক শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যেন সমাজে নিজের দায়িত্ব বোঝে এবং সম্পর্কের গুরুত্ব শিখে।” অন্যদিকে, কিয়ারাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “যদি মেয়ে হয়, আমি চাই সে করিনা কাপুর খানের মতো হোক। করিনাকে আমি আমার আদর্শ মনে করি।” যদিও সঙ্গে যোগ করেছিলেন, “ছেলে হোক বা মেয়ে, আমার সন্তান যেন সুস্থ হয়, এটাই সবচেয়ে বড় প্রার্থনা।”
তারকা দম্পতির কন্যাসন্তানের আগমনে ভক্তদের মধ্যে খুশির জোয়ার। ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মী থেকে অনুরাগীরা। সিদ্ধার্থ-কিয়ারা এখনও সন্তানের নাম প্রকাশ করেননি। তবে তাঁদের পরিবারের এই নতুন সদস্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বলিউডের নতুন জেনারেশনের জল্পনা।
