সন্তানের বাবা কে? এই প্রশ্নের উত্তরে যা বললেন নুসরাত। কিছুদিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। ছেলের নাম রেখেছেন ঈশান। অন্তর্জালে গুঞ্জন, সন্তানের বাবা প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত। তবে আগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কেউই মুখ খোলেননি।
তবে মা হওয়া থেকে হাসপাতাল ত্যাগ পর্যন্ত পাশে ছিলেন যশ। নুসরাতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়িও পৌঁছে দেন এই চিত্রনায়ক। সে সব ছবি সামাজিক পাতায় এসেছে। সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে গিয়েও সন্তানের বাবা কে এই প্রশ্নের মুখোমুখি হন নুসরাত।
হেসে নুসরাত বলেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।’ মা হওয়ার পর সামাজিক মাধ্যমে চেহারা নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত।
নুসরাত বলেন, ‘এ সব ভাবলে মাতৃত্বের অনুভূতিটাই উপভোগ করা যাবে না। তাই আমার শরীরের সঙ্গে কী হচ্ছে, চুল বা ত্বকের সঙ্গে কী হচ্ছে, সেটা না ভেবে এই অনুভূতিটাকে উপভোগ করা উচিত।’
আর ও পড়ুন আজ আপনাদের জন্য রইল ইলিশের একেবারে নতুন সুস্বাদু দুটি পদ
নুসরাত আরও জানান, সন্তানকে সামলাতে রাতে ভালো ঘুম হচ্ছে না। নতুন দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। তাই আপাতত ছোট ছোট কাজেই মন দেবেন তিনি। তার পর আবার শুরু করবেন সিনেমার শুটিং।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত জাহান। বছরের শুরুতে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভালো যাচ্ছে না নুসরাতের, আর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করেছেন তিনি বলে সূত্রমারফত জানা জায়। এর পর খবর আসে স্বামীর সঙ্গে নায়িকার বিচ্ছেদের।
উল্লেখ্য, নুসরাত বলেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।’ মা হওয়ার পর সামাজিক মাধ্যমে চেহারা নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত।
নুসরাত বলেন, ‘এ সব ভাবলে মাতৃত্বের অনুভূতিটাই উপভোগ করা যাবে না। তাই আমার শরীরের সঙ্গে কী হচ্ছে, চুল বা ত্বকের সঙ্গে কী হচ্ছে, সেটা না ভেবে এই অনুভূতিটাকে উপভোগ করা উচিত।’