ভাইরাল – সন্তানের হাতে ট্যাটু দেখেই পূজোর ঢঙে ফুল ও তিলক চড়িয়ে দিলেন মা। আর সেই মুহূর্তই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক তরুণের হাতে সাপের আকৃতিতে একটি বাস্তবসম্মত উল্কি দেখে তাঁর মা তা ভক্তিভাবনায় পূজো করতে শুরু করেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম রিলটি পোস্ট করা হয়েছে ‘ডিএইচ৮নুশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যায়, তরুণটি কনুই থেকে কব্জি পর্যন্ত হাতে একটি বিশদ ও জীবন্ত সাপের ট্যাটু আঁকিয়েছেন। ট্যাটুতে সাপটি ফণা তুলে রয়েছে, চোখে যেন আগুনের ঝলক, দেখে অবাক হওয়ার মতোই।
এই উল্কি দেখে অবাক হয়ে যান তাঁর মা। তারপর তিনি হাতে ফুল রেখে এবং সাপের মুখে তিলক দিয়ে সন্তানটির হাতে আঁকা উল্কিকে পূজো করতে থাকেন। এমনকি দেখা যায়, তিনি একটি ডিমও রেখে দেন সেই হাতে—যা সাধারণত নাগদেবতার পূজোয় ব্যবহৃত হয়। তরুণটি নিজেও মায়ের এই আচরণে কিছুটা হতবাক হয়ে যান।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নানা রকম প্রতিক্রিয়া ভেসে এসেছে। কেউ লিখেছেন, “মনে হচ্ছে মা সারা দিন পুজোআচ্চা নিয়েই থাকেন, তাই উল্কিও বাদ পড়েনি।” কেউ আবার মন্তব্য করেছেন, “রিল বানানোর জন্য এই ধরনের অভিনয় এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”
