সন্তান না হয় আত্মহত্যার প্ররোচনা, মৃত বধূ তদন্তে পুলিশ

সন্তান না হয় আত্মহত্যার প্ররোচনা, মৃত বধূ তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সন্তান না হয় আত্মহত্যার প্ররোচনা, মৃত বধূ তদন্তে পুলিশ।। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সানডেল বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর গ্রামের ঘটনা।, বছর ৩০,এর পুষ্প সরকার। বছর ৪০,এর স্বামী রবি সরকার, পেশায় চাষী। বিয়ে হওয়ার পর দীর্ঘ ১০-১২ বছর তাদের কোন সন্তান না থেকেই মানসিক অবসাদে ভুগছিল স্বামী-স্ত্রী। এই নিয়ে বচসা গন্ডগোল মারধর একাধিকবার হলেও কোন সমাধান সূত্র মেলেনি। স্ত্রী পুষ্প পাশের ১৩ নম্বর সানডেল বিল গ্রামের বাপের বাড়িতে চলে আয়। তারপরে আবার ফিরে আসে আজ সকালবেলায় শশুর শাশুড়ি বাড়িতে না থাকার সুবাদে। অশান্তি চরণে ওঠে হঠাৎই দেখা যায় পুষ্প সরকারের মৃতদেহ বাড়ির বারান্দায় পড়ে রয়েছে। মুখ থেকে রক্ত ও শরীরের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে।

 

পাশে স্বামী বসে আছে, এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে মৃত বধুর বাপের বাড়ির লোককে খবর দিলে এসে দেখে, মেয়ে নিথর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ঘরের বারান্দায়। এই ঘটনার জেরে হিঙ্গলগঞ্জ থানায় পুলিশের কাছে মেয়েকে আত্মহত্যা দেয়ার প্ররোচনা পাশাপাশি মারধরের অভিযোগ দায়ের করেছে, মৃত গৃহবধুর বাবা মোহন বীর বলেন ,দীর্ঘ ১০-১২ বছর তাদের কোন সন্তান নেই ,এই নিয়ে অনেক সময় গন্ডগোল হয়, আবার মিটেও যায়। তারপরে কি করে এই ঘটনা ঘটলো তদন্ত করুক পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাটে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, সন্তান না হয় আত্মহত্যার প্ররোচনা, মৃত বধূ তদন্তে পুলিশ।। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সানডেল বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর গ্রামের ঘটনা।, বছর ৩০,এর পুষ্প সরকার। বছর ৪০,এর স্বামী রবি সরকার, পেশায় চাষী। বিয়ে হওয়ার পর দীর্ঘ ১০-১২ বছর তাদের কোন সন্তান না থেকেই মানসিক অবসাদে ভুগছিল স্বামী-স্ত্রী। এই নিয়ে বচসা গন্ডগোল মারধর একাধিকবার হলেও কোন সমাধান সূত্র মেলেনি। স্ত্রী পুষ্প পাশের ১৩ নম্বর সানডেল বিল গ্রামের বাপের বাড়িতে চলে আয়। তারপরে আবার ফিরে আসে আজ সকালবেলায় শশুর শাশুড়ি বাড়িতে না থাকার সুবাদে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top