কলকাতা- বজ বজ-শিয়ালদহ শাখার সন্তোষপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্ল্যাটফর্মের ওপরে থাকা প্রায় ২০-২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন ও রেল পুলিশ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
রমজান মাসে দোকানপুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। নিরাপত্তার কারণে বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে সকাল থেকেই স্টেশনে উপচে পড়ছিল অফিসযাত্রীদের ভিড়। হঠাৎ আগুন লাগার খবর ছড়াতেই স্টেশনে শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন যাত্রীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বালতিতে জল এনে আগুনের লেলিহান শিখা ঠেকানোর চেষ্টা করেন তাঁরা।
এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর, ছড়িয়ে পড়ে তীব্র পোড়া গন্ধ। এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ অন্যান্য স্টেশনেও যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
