সন্দেশখালির বয়ারমারিতে SIR-এ ২২৫৩ জনকে নন-ইন্ডিয়ান নোটিশ, আতঙ্ক গ্রামে

সন্দেশখালির বয়ারমারিতে SIR-এ ২২৫৩ জনকে নন-ইন্ডিয়ান নোটিশ, আতঙ্ক গ্রামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা -;সন্দেশখালির বয়ারমারিতে কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের SIR প্রক্রিয়ায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ২২৫৩ জনকে নন-ইন্ডিয়ান সিটিজেন নোটিশ (Non Indian Notice) দেওয়া হয়েছে। কমিশনের খসড়া তালিকায় তাঁদের ভারতীয় নাগরিক বলে উল্লেখ থাকলেও ফের শুনানিতে তাঁদের ভারতীয় নন বলে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেকেই ২০০২ সালের খসড়া তালিকায় নাম থাকলেও এই নোটিশ এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামে থাকা পরিবারগুলোর অনেকের বসবাস ১০০–১৫০০ বছরের পুরনো। তাঁরা বহু নির্বাচনে অংশ নিয়েছেন এবং ২০০২ সালের পরবর্তী নির্বাচনে নিয়মমতো ভোট দিয়েছেন। তবুও হঠাৎ করে তাঁরা অ-ভারতীয় হিসেবে চিহ্নিত হচ্ছেন। সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ধরে ধরে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে, কিন্তু সন্দেশখালির বয়ারখালি গ্রামপঞ্চায়েতে এই ধরনের নোটিশ দেওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসবাস করা মানুষদের উপর হেনস্থা এবং হয়রানি করা হচ্ছে। যথাযথ নথি জমা দেওয়ার পরও কেন এই ধরনের নোটিশ দেওয়া হচ্ছে, তা নিয়ে অসন্তোষ। পুরো গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং বিষয়টি নিয়ে সকলে সোচ্চার হয়েছেন। প্রশ্ন উঠেছে, একটি গ্রামের এই বিপুল সংখ্যক মানুষকে কীভাবে হঠাৎ করে অ-ভারতীয় হিসেবে চিহ্নিত করা সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top