সন্দেশখালি জাল নোট মামলায় শিয়ালদহের ছাপাখানা পুলিশের নজরে

সন্দেশখালি জাল নোট মামলায় শিয়ালদহের ছাপাখানা পুলিশের নজরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – সন্দেশখালিতে জাল নোট উদ্ধারের ঘটনার জেরে এবার শিয়ালদহের একটি ছাপাখানা পুলিশের তদন্তের আওতায় এসেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা এই ছাপাখানা থেকেই নকল নোট সংগ্রহ করত এবং পাশাপাশি ভুয়া ফর্ম ও নথিপত্রও এখানে তৈরি হত। জানা গেছে, ধৃত দেবব্রত চক্রবর্তীর মাধ্যমেই এই সমস্ত কাজ সম্পন্ন হত। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট ছাপাখানার কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।

উল্লেখ্য, গত ১৯শে জুলাই সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট সংলগ্ন একটি গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়। এই ঘটনার পর দেবব্রত চক্রবর্তী এবং সিরাজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই চক্রের মূল অভিযুক্ত তিস্তা সেন ও মাস্টারমাইন্ড অভিষেক তিওয়ারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট চক্রের মূল জালিয়াতি উদ্ঘাটনের চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top