সন্দেহে আছেন আপনি স্নায়ু রোগে আক্রান্ত! কিন্তু নিশ্চিত নন?

সন্দেহে আছেন আপনি স্নায়ু রোগে আক্রান্ত! কিন্তু নিশ্চিত নন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ জানুয়ারি, স্বাভাবিক আছেন কিন্তু হঠাৎ কোনও পরিস্থিতিতে হাত-পা কাঁপতে শুরু করেছে, হাঁটা-চলার সময় ভারসাম্য হারাচ্ছেন, সমস্যাটিকে গুরুত্বহীন বলে মনে করছেন? রোগটা আসলে স্পাইনো-সেরিবেলার অ্যাটাক্সিয়া টাইপ-১২ বা সংক্ষেপে এসসিএ-১২। এবং তা মূলত মাড়ওয়ারিদের মধ্যে আগরওয়াল সম্প্রদায়ের ভিতরেই সীমাবদ্ধ এ দেশে। তাই এমন রোগী ও তাঁদের পরিজন এবং চিকিৎসক ও বিজ্ঞানীদের নিয়ে বহুবার বৈঠক হয়েছে, এবং সেখানে সাবধানতা অবলম্বন করতে সজাগ করেছেন।

দীর্ঘক্ষণ হাতের উপর ভর দিয়ে শোয়া বা পায়ের উপর পা তুলে রাখার ফলে অবশ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। তবে এমনটা বার বার হতে থাকলে সতর্ক হওয়া জরুরি। মাল্টিপল স্ক্লেরোসিসের কারণে এমনটা হতে পারে। এই সমস্যায় স্নায়ুতন্ত্রের মায়োলিন সিথ ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই দেশি না করে চিকিৎসকের কাছে যান।

যে সব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাঁদের অনেকের মধ্যেই পেরিফেরাল স্নায়ু রোগের প্রকোপ লক্ষ্য করা যায়। পেরিফেরাল স্নায়ুর সমস্যায় পায়ের পাতা ঘন ঘন অবশ হয়ে যেতে পারে। পরবর্তীকালে এই অবশ ভাব শরীরের উপরের অংশেও ছড়িয়ে পড়ে।

স্নায়ু ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে হাত, পা ও শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা এবং জ্বালা হতে পারে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, নিউরালজিয়ার কারণে এমনটা হতে পারে।স্নায়ুরোগের অনেকগুলি লক্ষণ আছে, যা আপনার সাথে হতে দেখা দিলে সতর্ক হন।

১। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, যার আজ অবধি মাথাব্যথা হয়নি। তাই বিশেষজ্ঞ বলছেন, মাথাব্যথার তীব্রতা ও কত দিন অন্তর হচ্ছে, তার উপরে নজর রাখতে হবে। এর সঙ্গে বমি, জ্বর, দেখার সমস্যা, ডাবল ভিশন বা ব্ল্যাক আউটের মতো উপসর্গ যদি দেখা যায়, বুঝতে হবে সমস্যাটি গুরুতর ও স্নায়ুজনিত। তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২। বহুদিন ধরে কোমরের নীচের দিকে ব্যথা হতে থাকলে, ব্যথার তীব্রতা, ফ্রিকোয়েন্সি বিচার করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত ও ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৩। টেম্পোরাল লোব এপিলেপ্সির ক্ষেত্রে রোগী কথা বলতে বলতে আনমনা হয়ে যান। রোগীর বাড়ির লোক বলেন, তখন রোগী অদ্ভুত কিছু মুখভঙ্গিমা বা হাতের মুভমেন্ট করেন। রোগীকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলেন, ওই সময়ে তিনি কোনও অপরিচিত গন্ধ পান বা কোনও অবয়বের বিকৃতি দেখতে পান বা কোনও মন্ত্র শুনতে পান। হ্যালুসিনেশন শুনলেই আমাদের মনে হয়, রোগটি হয়তো মানসিক। সাইকায়াট্রিস্টের শরণাপন্ন হই আমরা। কিন্তু এ ক্ষেত্রে সমস্যাটি স্নায়বিক।

৪। স্নায়ুর সমস্যার ক্ষেত্রে হাত কাঁপা বহুল প্রচলিত একটি উপসর্গ। বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা হলেই অনেকে ভাবেন, পারকিনসনস ডিজ়িজ়। এই রোগটির ক্ষেত্রে রোগীর হাঁটা-চলা অস্বাভাবিক ভাবে ধীর গতির হয়ে যায়। যে কাজটির ক্ষেত্রে আগে তাঁর পাঁচ মিনিট লাগত, সেটি করতে আধ ঘণ্টা লেগে যায়। তবে পারকিনসনস ডিজ়িজ় ক্ষেত্রবিশেষে খুব তাড়াতাড়ি বা খুব আস্তে আস্তে প্রকট হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top