সপরিবারে হনুমানের আশ্রয় গৃহস্থের বাড়িতে, গৃহবন্দি সদস্যরা

সপরিবারে হনুমানের আশ্রয় গৃহস্থের বাড়িতে, গৃহবন্দি সদস্যরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৮ ডিসেম্বর, বাচ্চা সহ দুই হনুমানকে দিন কয়েক ধরেই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ বাচ্চা হনুমানটিকে কুকুরে কামড়ালে বিপত্তি বাঁধে। আহত বাচ্চাকে নিয়ে সপরিবারে ওই হনুমানের দল আশ্রয় নেয় এলাকার একটি বাড়িতে।তার জেরে গৃহবন্দী হয়ে পড়ে ওই বাড়ির সদস্যরা।

ঘটনাটি ঘটেছে মুরারই থানার অন্তর্গত আম্ভুয়া গ্রামে। রবিবার সকাল বেলা ওই হনুমানের বাচ্চাটি কুকুরের কামড়ে আহত হলে আহত ওই বাচ্চা হনুমানটি সহ আরও দুটি হনুমান ওই গ্রামের এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু আহত হনুমানটিকে চিকিৎসা করার কোন সুযোগ দিচ্ছে না অন্য হনুমান দুটি। চিকিৎসা করতে গেলেই আবারও আক্রমনের ভয়ে তারা তেড়ে আসছে। বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে এই ঘটনায় ওই বাড়ির সদস্যরা গৃহবন্দী হয়ে পড়েছেন। জানা গিয়েছে, বাড়ির জিনিসপত্র খাবার সবকিছু নষ্ট করে দিচ্ছে ওই হনুমানের দল বলে।তা সত্ত্বেও বাচ্চা হনুমানটির চিকিৎসার জন্য পরিবারের লোকজন যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন। বাড়ির মালিক এনায়েত হোসেন জানান, “জখম হনুমানটিকে চিকিৎসা করাতে গেলে কামড়াতে তেড়ে আসছে অন্য দুটি হনুমান। বাচ্চা সহ তিনটি হনুমান বাড়ির ভিতরে ঢুকে রয়েছে। বড় হনুমানদের তাড়ানোর জন্য চেষ্টা করলেও কোনোমতেই তাড়ানো যাচ্ছে না। আমরা বাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে পারছি না। জখম বাচ্চাটির কোন উপায়ে চিকিৎসা করানো সম্ভব হলেই সুস্থ হয়ে উঠবে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top