বিনোদন – দুর্গাপুজোর সপ্তমীর সকালেই চমক দিলেন কোয়েল মল্লিক। মায়ের কোলে প্রথমবার প্রকাশ্যে এলেন কোয়েল–নিসপালের কন্যা কাব্য। হলুদ ঘাগরায় সেজে মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে পোজ দিলেন নয় মাস বয়সি কাব্য। বহুদিন ধরে ভক্তরা যাঁর মুখ দেখার অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই কৌতূহলের অবসান হলো।
গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের জন্ম দেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় কার্ড শেয়ার করে খবরটি জানিয়েছিলেন তিনি ও নিসপাল। তবে এতদিন মেয়েকে আড়ালে রেখেছিলেন দম্পতি। এবার মল্লিক বাড়ির শতবর্ষ পুজোয় পরিবারের সঙ্গে উপস্থিত হয়ে মেয়েকে সকলের সামনে আনলেন তাঁরা।
পুজোয় স্বামী নিসপাল ও দুই সন্তানকে নিয়ে মাতলেন কোয়েল। নীল শাড়িতে সেজেছিলেন তিনি, নিসপালও স্ত্রীর সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেন। দুই ভাইবোন কবীর ও কাব্যর পোশাকের রং ছিল হলুদ। বাবার কোলে খিলখিলিয়ে হাসছে কাব্য, আর অতিথি থেকে দর্শনার্থী—সবাই স্নেহে ভরিয়ে দিল তাকে।
কোয়েলের কথায়, মাতৃত্ব এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেকে নিয়ে যেমন আনন্দের দিন কেটেছে, তেমনই এবার মেয়ে কাব্যকে নিয়েও প্রতিদিন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কবীর আদর করে বোনকে ডাকছে ‘পুচকি’।
বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও, কাব্য একটু বড় হলেই বড়পর্দায় ফিরবেন কোয়েল। কালীপুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘স্বার্থপর’ কৌশিক সেনের সঙ্গে। তবে এখন আপাতত উৎসব ও মাতৃত্ব নিয়েই ব্যস্ত তিনি।
