বছরের প্রথম সপ্তাহেই ফের জাঁকিয়ে শীত পড়বে গোটা রাজ্যে । ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে শীত পড়লেও বড়দিনের আগে পশ্চিমি ঝঞ্ঝার জেরে উধাও হয় শীত। ফলে শীতবিলাসী বাঙালির মনও হয়ে যায় ভারাক্রান্ত। তবে হালকা বৃষ্টিপাতের পর মেঘ কেটে গেছে, ফলে ফিরে এসেছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন বছরের প্রথম সপ্তাহটায় ফের জাঁকিয়ে শীত পড়বে গোটা রাজ্যে।
পূর্বাভাস বলছে, আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৩১ ডিসেম্বর রাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রিতে নেমেছে। আগামী ৭২ ঘণ্টায় তা আরও নামবে বলেই জানানো হয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেমন পারদ পতন হবে, অন্যান্য জেলাতেও পড়বে জাঁকিয়ে ঠান্ডা।
পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ায় বাধাহীন ভাবে ঢুকছে উত্তুরে হাওয়া। তার জেরেই ফের চালু হয়েছে শীতের ব্যাটিং। আপাতত কয়েক দিন ইনিংস চলবে বলেই পূর্বাভাস। এমনকী সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও নীচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোয় শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা।
ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও, পরে আকাশ পরিষ্কার। সঙ্গে উত্তরে হাওয়া হয়েছে নতুন বছরের শুরুর দিনটিতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা নামলেও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী দিন কয়েক এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আর ও পড়ুন এই শীতে ঘুরে আসুন সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনে
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলায় আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রির মতো হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় মূলত সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো নেমে যেতে পারে। এক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি নামতে পারে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট থাকতে পারে।