সফলভাবে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দেশে ফিরল যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে মিতালী এক্সপ্রেস। এদিন সকাল ৬টায় সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে ট্রেন ঢোকার কথা থাকলেও নির্ধারিত সময় থেকে প্রায় পৌনে তিন ঘন্টা লেটে হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় মিতালী এক্সপ্রেস। ভারতীয় রেলমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশ থেকে ট্রেনটিতে মাত্র আটজন যাত্রী নিয়ে আসে।
এরমধ্যে পাঁচজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী রয়েছেন। এদিন বাংলাদেশের ইঞ্জিনও লোকো পাইলট সহ ট্রেনটি হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর বাংলাদেশের লোকো পাইলট সহ ইঞ্জিনটি তাদের দেশে ফিরে যায়। এরপর সকাল ৯টা ২৭মিনিট নাগাদ ভারতীয় ইঞ্জিন দিয়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। শুক্রবার আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস দেখতে হলদিবাড়ি স্টেশনে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মিতালীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হলদিবাড়ি স্টেশন চত্বরে রেল পুলিশ সহ হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।
আরও পড়ুন – আফ্রিকায় চলতি বছরে কোভিডে মৃত্যু কমছে ৯৪ শতাংশ
উল্লেখ্য, সফলভাবে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দেশে ফিরল যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে মিতালী এক্সপ্রেস। এদিন সকাল ৬টায় সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে ট্রেন ঢোকার কথা থাকলেও নির্ধারিত সময় থেকে প্রায় পৌনে তিন ঘন্টা লেটে হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় মিতালী এক্সপ্রেস। ভারতীয় রেলমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশ থেকে ট্রেনটিতে মাত্র আটজন যাত্রী নিয়ে আসে।
এরমধ্যে পাঁচজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী রয়েছেন। এদিন বাংলাদেশের ইঞ্জিনও লোকো পাইলট সহ ট্রেনটি হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর বাংলাদেশের লোকো পাইলট সহ ইঞ্জিনটি তাদের দেশে ফিরে যায়। এরপর সকাল ৯টা ২৭মিনিট নাগাদ ভারতীয় ইঞ্জিন দিয়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। শুক্রবার আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস দেখতে হলদিবাড়ি স্টেশনে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মিতালীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হলদিবাড়ি স্টেশন চত্বরে রেল পুলিশ সহ হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।