সবজি বাজারে হানা, মূল্যবৃদ্ধি রুখতে কঠোর প্রশাসন

সবজি বাজারে হানা, মূল্যবৃদ্ধি রুখতে কঠোর প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুর্শিদাবাদ – জনসাধারণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে বহরমপুরের নতুন বাজারের পাইকারি সবজি হাটে হানা দেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। বর্ষার মরশুমে লাগামহীন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল শহরের বিভিন্ন সবজি বাজারে। এই অভিযোগের সত্যতা যাচাই করতেই এদিন প্রশাসনের অভিযান। বাজারে গিয়ে প্রথমেই সবজির দাম যাচাই করেন আধিকারিকরা এবং বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দেন যেন কোনওভাবেই অন্যায়ভাবে বা ইচ্ছে মতো দাম না নেওয়া হয়। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারা। তবে গতবারের তুলনায় এবছর বাজারে পণ্যের দাম কিছুটা কম রয়েছে বলেই জানিয়েছেন সদর মহকুমা শাসক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top