২৪শে জুলাই :- শেষ হয়েছে তাঁর পথ চলা, কেটে গেছে প্রায় চল্লিশ বছর , আজ আরো এক ২৪শে জুলাই। কিংবদন্তি আজ আর ক্যামেরার সামনে দাঁড়ান না , কিন্তু টালিগঞ্জ চত্বরে আজও সেই ধুতি পাঞ্জাবি পড়া ব্যক্তিত্ব যেন ঘুরে বেড়ান স্টুডিওর আনাচে কানাচে। সাদা কালো ফ্রেম মানেই আজও বাঙালি মনে সেই চোখের চাহনি , কথা বলার স্টাইল।একজন মানুষ এতো বছর পরেও কিভাবে একরকম প্রভাব নিয়ে অনুরাগীদের মনে থেকে যেতে পারেন সেটা বোধ হয় তাকে না জানলে বিশ্বাস করা যায় না। তাই তো তিনি “সবার উপরে” আমাদের হৃদয় জুড়ে আজকেও বিরাজমান। তাঁর সাথে চলচিত্রের যেন “সপ্তপদী” বন্ধন, তাঁর “হারানো সুর” বাঙালি মনে, দর্শকের হৃদয়ে চির স্মরণীয় । তাঁর কণ্ঠে “ওগো বধূ সুন্দরী, তুমি মধু মঞ্জরী” শুনতে ব্যাকুল আপামর বঙ্গ নারী। তিনি বাঙালির সেরা অন স্ক্রিন ‘এন্টোনি ফিরিঙ্গি’ , তিনি ” নায়ক “, তিনি মহানায়ক।
সবার উপরে আজও সেই উত্তম
সবার উপরে আজও সেই উত্তম
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram