ভাইরাল – গাছের ফাঁকফোকরের আড়ালে জন্ম নিচ্ছে একটি লম্বা সবুজ রঙের সাপ। মা সাপটির পেট থেকে বেরিয়ে এসেছে বাদামি রঙের সন্তান, এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে সম্প্রতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে নেটপাড়া হইচই করেছে। ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে, তা ভিডিয়োতে স্পষ্ট নয়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঝোপের মধ্যে মা সাপটি প্রথমে একটি সন্তানকে জন্ম দিয়েছে। এরপর ধীরে ধীরে পেট থেকে বেরিয়ে আসে আরেকটি ছোট সাপ। মায়ের সবুজ রঙের সঙ্গে বাচ্চাদের লালচে বাদামি রঙের প্রান্তিক পার্থক্য নেটাগরিকদের বিস্ময় সৃষ্টি করেছে। ‘ভুতুতু’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তা দেখেছেন। কমেন্ট ও লাইক বন্যা দেখা গেছে। একজন নেটাগরিক লিখেছেন, ‘‘আমি ভেবেছিলাম সব সাপই ডিম পাড়ে। এই ভিডিয়ো না দেখলে ভুল ভাঙত না।’’ অন্য এক জন বলেছেন, ‘‘সাপটি একটি বোয়া কনস্ট্রিক্টর। সাপের বাচ্চা জন্ম দেওয়ার বিরল দৃশ্য দেখে ভাগ্যবান মনে হচ্ছে।’’
জানা যায়, পৃথিবীতে কিছু সাপ ডিম পাড়ে, কিছু সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। যাদের ডিম হয় তাদের ওভিপারাস বলা হয় এবং যারা সরাসরি বাচ্চা দেয়, তাদের ভিভিপারাস। বেশির ভাগ সাপ ডিম পাড়লেও, প্রায় ৩০ শতাংশ সাপ সরাসরি বাচ্চা দেয়। এই ভিডিয়ো সেই বিরল মুহূর্তের প্রমাণ হিসেবে নজর কাড়ছে।




















