সবুজ সংকেত আইএসএলে, লিখিত সম্মতি দিল ১৪ দলই, শিগগির প্রকাশ হতে চলেছে সূচি

সবুজ সংকেত আইএসএলে, লিখিত সম্মতি দিল ১৪ দলই, শিগগির প্রকাশ হতে চলেছে সূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – আইএসএলের ভবিষ্যৎ নিয়ে যাবতীয় অনিশ্চয়তার অবসান। দেশের সর্বোচ্চ ফুটবল লিগে চলতি মরশুমে খেলতে নামছে সবক’টি দলই। আইএসএলের অন্তর্ভুক্ত ১৪টি ক্লাবই লিখিতভাবে ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যে তারা এবারের মরশুমে অংশ নিচ্ছে। ওড়িশা এফসি-কে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্নচিহ্ন থাকলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি জানিয়েছে। ফলে এবছরও ১৪ দল নিয়েই আইএসএল অনুষ্ঠিত হতে চলেছে।
সোমবার ক্লাবগুলির তরফে নিজেদের হোম ভেন্যুর নামও জানিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি দু’টি দলই যুবভারতী ক্রীড়াঙ্গনকেই হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে। মহামেডান স্পোর্টিং তাদের হোম ভেন্যু হিসেবে জানিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামের নাম। গত মরশুমেও মহামেডান কিশোর ভারতীতেই ঘরের মাঠের ম্যাচ খেলেছিল।
আইএসএলে নতুন সংযোজন ইন্টার কাশী এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট হোম ভেন্যুর নাম দেয়নি। প্রথমদিকে কল্যাণী স্টেডিয়ামের নাম শোনা গেলেও পরে ফেডারেশনকে তারা জানিয়েছে, যেহেতু এবছর সুইস মডেলে খেলা হবে, তাই ফেডারেশন যেখানে ম্যাচ নির্ধারণ করবে, সেখানেই তারা খেলতে রাজি। অন্যদিকে পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু হিসেবে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের নাম জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত মরশুম পর্যন্ত স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি হায়দরাবাদ এফসি নামে খেলেছিল। এবছর নাম বদলের পাশাপাশি ঘাঁটিও বদলেছে দলটি।
সব ক্লাবের লিখিত সম্মতি পাওয়ার পর ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী দু’-এক দিনের মধ্যেই আইএসএলের ফরম্যাট ও পূর্ণ সূচি প্রকাশ করা হতে পারে। কারণ আগামী মাসের ১৪ তারিখ থেকেই আইএসএল শুরু হওয়ার কথা। দলগুলিকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে দ্রুত সূচি ঘোষণা করার দিকেই এগোচ্ছে ফেডারেশন। পাশাপাশি এএফসি-কে চিঠি দিয়ে ম্যাচ স্লট সংক্রান্ত বিষয়েও জানানো হবে।
এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সামনে গত সপ্তাহেই মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ ১৪টি ক্লাব মৌখিকভাবে আইএসএলে যোগ দেওয়ার কথা জানিয়েছিল। তবে ওড়িশা এফসি নিয়ে সংশয় থেকেই গিয়েছিল। এখনও পর্যন্ত তারা প্রস্তুতি শুরু না করায় এবং গত মরশুমের কোচ সার্জিও লোবেরা-সহ একাধিক ফুটবলার দল ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠছিল। সেই কারণেই সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে সব ক্লাবকে লিখিত সম্মতি ও হোম ভেন্যুর তথ্য জমা দিতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত সব ক্লাবই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি জানানোয় স্বস্তিতে ফুটবল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top