সবুজ সাথী প্রকল্পের অবদানকে মাথায় নিয়ে সাইকেলে কোলকাতা রওনা ৫ যুবকের। সবুজ সাথী প্রকল্পে সাধারন ঘরের ছেলে মেয়েরা অনেকটা উপকৃত হয়েছে। সেই কৃতিত্ব সম্পূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর উদ্যোগে এবার সাইকেলে চেপে রায়গঞ্জ থেকে কোলকাতার পথে রওনা দিল ৭ যুবক। আগামী ২১ শে জুলাই, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভায় তাদের যোগদান করার কথা।
আরও পড়ুন- চোপড়া,বন দপ্তরের উদ্যোগে এলাকায় চারা গাছ বিতরণ
রবিবার সকালে রায়গঞ্জে বিধায়কের কার্যালয় থেকে এই ৭ সাইকেল আরোহীকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রা পথের সূচনা করেন বিধায়ক। যাত্রা শুরুর আগে সাইকেল আরোহী এক যুবক বাপন ঘোষ বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে প্রচুর সাইকেল বিতরণ করেছেন। আমরা তার এই অবদানকে মাথায় রেখে এই কর্মসূচি গ্রহণ করেছি। আমাদেরকে যাবতীয় সহযোগিতা করেছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যানী।
জানা গেছে, সাইকেল আরোহীরা ৪০০ কিমি পাড়ি দিয়ে কোলকাতা পৌঁছাবে ২১শে জুলাই। মালদা , মুর্শিদাবাদ ও বারাসাত হয়ে দলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অংশ নেবে জানিয়ে কৃষ্ণ বাবু বলেন, ‘এই যুব সমাজই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। এই যুব সমাজকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। আগামী ২১শে জুলাই শহীদদের স্মরণ করতে এবং তৃণমূলের শহীদ দিবস নিয়ে সাধারণ মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সাইকেল র্যালি বলে জানালেন কৃষ্ণ বাবু।
উল্লেখ্য, সবুজ সাথী প্রকল্পের অবদানকে মাথায় নিয়ে সাইকেলে কোলকাতা রওনা ৫ যুবকের। সবুজ সাথী প্রকল্পে সাধারন ঘরের ছেলে মেয়েরা অনেকটা উপকৃত হয়েছে। সেই কৃতিত্ব সম্পূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর উদ্যোগে এবার সাইকেলে চেপে রায়গঞ্জ থেকে কোলকাতার পথে রওনা দিল ৭ যুবক। আগামী ২১ শে জুলাই, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভায় তাদের যোগদান করার কথা।