সভ্য সমাজে অসভ্য লোকদের টিকে থাকার কথা না ! সুজন চক্রবর্তী

সভ্য সমাজে অসভ্য লোকদের টিকে থাকার কথা না ! সুজন চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সভ্য সমাজে অসভ্য লোকদের টিকে থাকার কথা না ! সুজন চক্রবর্তী। সভ্য সমাজে অসভ্য লোকদের টিকে থাকার কথা না। আজ নদীয়ার কৃষ্ণনগরে দলীয় কর্মসূচিতে এসে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। একসাথে তিনি তাকে হাতে শুট করে দেওয়ার কথা বললেন সাংবাদিকদের সামনে।

 

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে যে পোস্টার করেছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে প্রসঙ্গেও সুজন বাবু বলেন, কে বা কারা এমন পোস্টার লাগিয়েছে জানিনা তবে অমিত শাহের নবান্ন মিটিং এর পরেই তার সাথে শুভেন্দুকে দেখা গিয়েছে। শুধু তাই নয় কাঁথিতে শুভেন্দু অধিকারী সভা ছিল সেই সভা যাতে ভালোভাবে সফল করতে পারে তাই সব রকম ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল।

আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা

তৃণমূল বরং তাদের নিজেদের মিটিং বন্ধ রেখেছিল কাঁথিতে। বাংলার আবাস যোজনা দুর্নীতি সম্পর্কে ঐদিন বর্ষিয়ান সিপিআইএম নেতা জানান, এই দুর্নীতির সাথে যে সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ভিডিও এবং আধিকারিকরা জড়িত আছে তাদের শাস্তি হওয়া দরকার। পাশাপাশি ১০০ দিনের কাছ থেকে শুরু করে আবাস যোজনা এটা বামফ্রন্ট ছাড়া সুষ্ঠুভাবে কেউ পরিচালনা করতে পারবে না। যে তালিকা প্রকাশ হয়েছে আবাস যোজনার সেই তালিকা যদি স্বচ্ছ ভাবে না হয় তা কি করে বাতিল করতে হয় সেটা মানুষ জানে আর সেটা মানুষই করবে, বলেই জানালেন সুজন চক্রবর্তী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top