১৬ ডিসেম্বর, সমকামিতা শব্দটি আজও এই শিক্ষিত সমাজের কাছে কিছুটা হাস্যকর ও অস্তিত্বহীন। আজও সমাজ সমকামীদের অন্য নজরে দেখেন অথবা দেখতে পছন্দ করেন।তাই আজও সমাজের ভয়ে নিজেদের গুটিয়ে নেয় সমকামী বা উভকামীরা।কিন্তু টার মধ্যেও অনেকেই আছেন যারা তাদের সমকামিতার কথা সামনে এনেছেন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছেন সাথে এও দেখা গেছে পরিবারও তাতে সম্মতি দিয়েছেন।
এঁদের মধ্যেই এবার নাম উঠে এল ‘বিশ্ব সুন্দরী মায়ানমার ২০১৯’ সা জিন টেট।ডিসেম্বর ৯ তারিখে আটলান্টার জর্জিয়াতে ছিল ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার বিচারের চূড়ান্ত দিন। নভেম্বর ২৯–এ মিসোসোলজি পোর্টালের সাংবাদিকের কাছে প্রথম নিজের সমকামিতার কথা জানান তিনি। তিনি বলেন, ‘বহুদিন পরে আমি নিজের পরিচয় নিজের কাছে প্রকাশ করেছি। আমার মনে হয়, এই কথাটি প্রকাশ করার যোগ্য মঞ্চ ইটা ছাড়া আর কিছু হতে পারে না। আমি খুশি, আমার যেসকল ফ্যানেরা এই কথা জানেন, তাঁরা আমাকে খুবই ভালবাসেন’।
তাঁর বক্তব্য শুনে পলা শুগার্ট, মিস ইউনিভার্সের কর্তৃপক্ষের সভাপতি একজন সাহসী, স্বনির্ভর মহিলা হিসেবে তাঁর প্রশংসা করেন।২০১৩ সালে মিস স্পেন পেট্রিসিয়া রোড্রিগেজ তাঁর সমকামিতা সম্পর্কে কথা বলেছিলেন, কিন্তু তা ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতা শেষ হওয়ার পর। কিন্তু সা জিন টেটই প্রথম যিনি ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগী হিসেবে এই প্রতিযোগিতাকে বাধা হিসেবে না দেখে বরং তাকেই মঞ্চ করলেন নিজের পরিচয় প্রকাশ করার।



















