রাজ্য – সময়সীমা শেষ হয়ে গেলেও এসআইআরের ফর্ম জমা দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে তিনি নিজেই স্পষ্ট জানিয়ে দেন এই সিদ্ধান্তের কথা। বাংলার সাধারণ মানুষ যদি ফর্ম না জমা দেন, তবে তিনিও তা করবেন না—এই অবস্থান তিনি আগেই জানিয়েছিলেন। সেই অবস্থানেই অটল থাকলেন জননেত্রী।
সভামঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ এখনও ফর্ম পূরণ করেনি।” তাঁর কথায়, জনগণের স্বার্থ ও অবস্থানের সঙ্গে মিল রেখেই তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সময়সীমা পেরিয়ে গেলেও এসআইআর ফর্ম জমা না দেওয়ার জেদি অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী।




















