এই বছরের দূর্গা পূজার সময়সূচী জেনে নিন

এই বছরের দূর্গা পূজার সময়সূচী জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সময়সূচী

এই বছরের দূর্গা পূজার সময়সূচী জেনে নিন। পুজোর নির্ঘন্ট জেনে নিন। কবে কখন শুরি হচ্ছে পুজোর সময় সূচী? তারই বিস্তারীত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

পঞ্চমী–

পঞ্চমী তিথি আরম্ভ–

বাংলা– ২৩ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ১০ অক্টোবর, রবিবার।

সময়– সকাল ৮টা ৫১ মিনিট ১০ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

বাংলা– ২৪ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার।

সময়– সকাল ৬টা ২৩ মিনিট ০৭ সেকেন্ড।

 

আর ও  পড়ুন       পুজোর মরসুমে ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে নিন

 

ষষ্ঠী–

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ২৪ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার।

সময়– সকাল ৬টা ২৩ মিনিট ০৮ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ২৪ আশ্বিন সোমবার।

ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার।

সময়– ভোর ৪টে ০৩ মিনিট ০৪ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী–

সপ্তমী তিথি আরম্ভ–

বাংলা– ২৪ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার।

সময়– ভোর ৪টে ০৩ মিনিট ০৫ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ২৫ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ১২ অক্টোবর, মঙ্গলবার।

সময়– রাত ১টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭টা ০১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে। ফের ৮টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

অষ্টমী–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা- ২৫ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ১২ অক্টোবর, মঙ্গলবার।

সময়– রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ২৬ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ১৩ অক্টোবর, বুধবার।

সময়– রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে কিন্তু কালবেলানুরোধে ৮টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা।

সন্ধিপূজা

রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।

রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে সন্ধিপূজারম্ভ। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড থেকে বলিদান। রাত ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা সমাপন।

নবমী–

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২৬ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ১৩ অক্টোবর, বুধবার।

সময়– ১১টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ড।

নবমী তিথি শেষ-

বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ৯টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

দশমী–

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি- ১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৪ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে কিন্তু বারবেলানুরোধে ৮টা ২৯ মিনিট ১৩ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

RECOMMENDED FOR YOU.....