তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক

তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সমর্থকদের

তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক। এলাকার মন্দির কমিটির দখল ও পুরনো শত্রুতা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ ও গাড়ি ভাঙচুর । রবিবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ালো অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

 

ঘটনার উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে চারজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করলো । ধৃতরা হলো বাসুদেব দত্ত, শ্রীকৃষ্ণ হালদার ,পীযুষ দে ওরফে লালটু ও গোবিন্দ দে । জানা গিয়েছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন সুদীপ কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির একটি বাড়িতে ঘরোয়া একটি অনুষ্ঠানে কয়েকজন অতিথি আমন্ত্রিত ছিল ।

 

সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দ । সুদীপ বাবুর বাড়ির সামনেই রাখা ছিল গোবিন্দর স্করপিও গাড়িটি । সেখানে বাড়ির বাইরে গোবিন্দর সঙ্গে বাসুদেবের প্রথমে হাতাহাতি শুরু হয় পরে গোবিন্দর ও তার ভাইয়ের সঙ্গে বাসুদেব, লালটু, শ্রীকৃষ্ণ সহ কয়েকজনের মারপিট বেধে যায় প্রত্যেকেই কম-বেশি আহত হয়।

 

আর ও পড়ুন    বারুইপুরে পুরসভার প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

 

অভিযোগ গোবিন্দর স্করপিও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় লালটু ও তার দলবল । ঘটনায় উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে সোমবার পাঠানো হয় বারাসত আদালতে । ঘটনায় অশোকনগরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদিপ সিং জানায় দাবি ‘দলের সমর্থক যে কেউ হতে পারে, তবে গন্ডগোলের বিষয়ে পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের পথে চলবে ।

 

উল্লেখ্য, তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক। এলাকার মন্দির কমিটির দখল ও পুরনো শত্রুতা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ ও গাড়ি ভাঙচুর । রবিবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ালো অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। ঘটনার উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে চারজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করলো । ধৃতরা হলো বাসুদেব দত্ত, শ্রীকৃষ্ণ হালদার ,পীযুষ দে ওরফে লালটু ও গোবিন্দ দে ।

 

জানা গিয়েছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন সুদীপ কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির একটি বাড়িতে ঘরোয়া একটি অনুষ্ঠানে কয়েকজন অতিথি আমন্ত্রিত ছিল । সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দ । সুদীপ বাবুর বাড়ির সামনেই রাখা ছিল গোবিন্দর স্করপিও গাড়িটি । সেখানে বাড়ির বাইরে গোবিন্দর সঙ্গে বাসুদেবের প্রথমে হাতাহাতি শুরু হয় পরে গোবিন্দর ও তার ভাইয়ের সঙ্গে বাসুদেব, লালটু, শ্রীকৃষ্ণ সহ কয়েকজনের মারপিট বেধে যায় প্রত্যেকেই কম-বেশি আহত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top