তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক। এলাকার মন্দির কমিটির দখল ও পুরনো শত্রুতা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ ও গাড়ি ভাঙচুর । রবিবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ালো অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।
ঘটনার উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে চারজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করলো । ধৃতরা হলো বাসুদেব দত্ত, শ্রীকৃষ্ণ হালদার ,পীযুষ দে ওরফে লালটু ও গোবিন্দ দে । জানা গিয়েছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন সুদীপ কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির একটি বাড়িতে ঘরোয়া একটি অনুষ্ঠানে কয়েকজন অতিথি আমন্ত্রিত ছিল ।
সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দ । সুদীপ বাবুর বাড়ির সামনেই রাখা ছিল গোবিন্দর স্করপিও গাড়িটি । সেখানে বাড়ির বাইরে গোবিন্দর সঙ্গে বাসুদেবের প্রথমে হাতাহাতি শুরু হয় পরে গোবিন্দর ও তার ভাইয়ের সঙ্গে বাসুদেব, লালটু, শ্রীকৃষ্ণ সহ কয়েকজনের মারপিট বেধে যায় প্রত্যেকেই কম-বেশি আহত হয়।
আর ও পড়ুন বারুইপুরে পুরসভার প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
অভিযোগ গোবিন্দর স্করপিও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় লালটু ও তার দলবল । ঘটনায় উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে সোমবার পাঠানো হয় বারাসত আদালতে । ঘটনায় অশোকনগরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদিপ সিং জানায় দাবি ‘দলের সমর্থক যে কেউ হতে পারে, তবে গন্ডগোলের বিষয়ে পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের পথে চলবে ।
উল্লেখ্য, তৃণমূল সমর্থকদের বিবাদ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার চার সমর্থক। এলাকার মন্দির কমিটির দখল ও পুরনো শত্রুতা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ ও গাড়ি ভাঙচুর । রবিবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ালো অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। ঘটনার উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে চারজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করলো । ধৃতরা হলো বাসুদেব দত্ত, শ্রীকৃষ্ণ হালদার ,পীযুষ দে ওরফে লালটু ও গোবিন্দ দে ।
জানা গিয়েছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন সুদীপ কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির একটি বাড়িতে ঘরোয়া একটি অনুষ্ঠানে কয়েকজন অতিথি আমন্ত্রিত ছিল । সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দ । সুদীপ বাবুর বাড়ির সামনেই রাখা ছিল গোবিন্দর স্করপিও গাড়িটি । সেখানে বাড়ির বাইরে গোবিন্দর সঙ্গে বাসুদেবের প্রথমে হাতাহাতি শুরু হয় পরে গোবিন্দর ও তার ভাইয়ের সঙ্গে বাসুদেব, লালটু, শ্রীকৃষ্ণ সহ কয়েকজনের মারপিট বেধে যায় প্রত্যেকেই কম-বেশি আহত হয়।