পুরভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো মন্ত্রী মানস ভুঁইয়ার। মেদিনীপুরের বিজেপি সাংসদ শুধু মুখেই বড় বড় কথা বলেন । উন্নয়নের কোনো কাজই তিনি করেননি তাই পুরভোটে বিজেপিকে ভোট দেওয়া মানে উন্নয়নকে থমকে দেওয়া। বিজেপি মানেই বিভেদ। বিজেপি মানেই সম্প্রদায়িকতা।
শুক্রবার বিকেলে মেদিনীপুর পুরভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। তিনি জানান , কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচে দিচ্ছে গুজরাট ঘরানার শিল্পপতিদের হাতে । পরিযায়ী শ্রমিক থেকে কৃষক সকলেই চিনে গেছেন বিজেপিকে।
মানস বাবু জানান , মেদিনীপুরের যিনি বিজেপি সাংসদ তিনি গত আড়াই বছর ধরে কোনো উন্নয়ন করেননি। তিনিই আবার উন্নয়ন করবেন প্রতিশ্রুতি দিয়ে দলের প্রার্থীদের হয়ে ভোট চাইছেন। মানুষ বিধানসভা নির্বাচনে ওঁদের প্রত্যাখ্যান করেছেন । পুরভোটেও করবেন ।
পাশাপাশি তিনি জানান , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিন রাত এক করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন।
জন্ম থেকে মৃত্যু ৬৩ টি প্রকল্প তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী র হাত শক্তিশালী করতে হবে। প্রতিটি বুথে দলের মনোনীত প্রার্থী রা যাতে লিড পান তা সুনিশ্চিত করতে হবে দলের কর্মীদের।
আর ও পড়ুন নিজের হাতেই পোস্টার লাগিয়ে প্রচার শুরু করলেন রবীন্দ্রনাথ ঘোষ
‘২৪ এর বড় লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে সকলকে । এদিন বিকেলে মেদিনীপুর শহরের ধর্মা এলাকা থেকে রোড শো শুরু হয়। ছিলেন বিধায়ক জুন মালিয়া , অজিত মাইতি। নীল সাদা বেলুন , বাজনা সহকারে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘোরে এই রোড শো।
উল্লেখ্য, পুরভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো মন্ত্রী মানস ভুঁইয়ার। মেদিনীপুরের বিজেপি সাংসদ শুধু মুখেই বড় বড় কথা বলেন । উন্নয়নের কোনো কাজই তিনি করেননি তাই পুরভোটে বিজেপিকে ভোট দেওয়া মানে উন্নয়নকে থমকে দেওয়া। বিজেপি মানেই বিভেদ। বিজেপি মানেই সম্প্রদায়িকতা। শুক্রবার বিকেলে মেদিনীপুর পুরভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। তিনি জানান , কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচে দিচ্ছে গুজরাট ঘরানার শিল্পপতিদের হাতে । পরিযায়ী শ্রমিক থেকে কৃষক সকলেই চিনে গেছেন বিজেপিকে।
মানস বাবু জানান , মেদিনীপুরের যিনি বিজেপি সাংসদ তিনি গত আড়াই বছর ধরে কোনো উন্নয়ন করেননি। তিনিই আবার উন্নয়ন করবেন প্রতিশ্রুতি দিয়ে দলের প্রার্থীদের হয়ে ভোট চাইছেন। মানুষ বিধানসভা নির্বাচনে ওঁদের প্রত্যাখ্যান করেছেন । পুরভোটেও করবেন ।