প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল ডোমজুড়ের এক সমাজবিরোধীকে!

প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল ডোমজুড়ের এক সমাজবিরোধীকে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল ডোমজুড়ের এক সমাজবিরোধীকে! হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকায় রবিবার সকালে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল এক দুষ্কৃতিকে। সূত্রের খবর, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাপস দলুই নামে সেই সমাজ বিরোধী। সে ওই এলাকায় কাক তাপস নামেই কুখ্যাত। জানা গিয়েছে রবিবারের বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিল কাক তাপস। স্কুটি নিয়ে মেন রাস্তায় উঠতেই তাকে লক্ষ করে গুলি চালানো হয়।

 

পুলিশ সূত্রের খবর,তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে ডোম জুড় থানাতে। সম্প্রতি এক মামলায় সে জেলে যায় আবার কয়েকদিন আগে জেল থেকে ছাড়াও পায়। সঠিকভাবে কে তাকে গুলি করেছে তা এখনো জানা সম্ভব হয় নি।কিন্তু পুরানো শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পয়েন্ট ব্ল্যান্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ওই দুষ্কৃতিকে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি বাইক উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। এই খুনের ঘটনায় ব্যবহৃত দুষ্কৃতীদের বাইক বলে মনে করছে পুলিশ।

আর ও পড়ুন    কালো মেঘে ঢাকা উত্তরবঙ্গের আকাশ

সূত্রের খবর,রবিবার সকালবেলা মাকড়দহ স্টেট ব্যাংকের সামনে তাকে লক্ষ করে রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। তার মধ্যে একটি বুলেট তার মাথায় লাগে এবং বাকি চারটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাক তাপসের। গুলি চালানোর খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান ডোমজুড় থানা পুলিশ।এই ঘটনায় যুক্তদের খোঁজ চালানোর জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করছে তদন্তকারী আধিকারিকরা বলে জানা গিয়েছে।এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

 

উল্লেখ্য, প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল ডোমজুড়ের এক সমাজবিরোধীকে! হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকায় রবিবার সকালে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল এক দুষ্কৃতিকে। সূত্রের খবর, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাপস দলুই নামে সেই সমাজ বিরোধী। সে ওই এলাকায় কাক তাপস নামেই কুখ্যাত। জানা গিয়েছে রবিবারের বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিল কাক তাপস। স্কুটি নিয়ে মেন রাস্তায় উঠতেই তাকে লক্ষ করে গুলি চালানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top