দিঘায় সমুদ্রে তলিয়ে ফের পর্যটকের মৃত্যু। গভীর নিন্মচাপের মাঝে প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২জন যুবক। মধ্যমগ্রাম থেকে দিঘায় বেড়াতে এসেছিল আট বন্ধুর দল। বৃষ্টি, বর্ষা, তারওপর নিম্নচাপের আগে উত্তাল ছিল ঢেউ। এরই মধ্যে ওই দুই যুবক ওড়িশায় তালসারিতে নেমেছিলেন স্নান করতে। নেমেই তলিয়ে যান দুই পর্যটক যুবক। নিখোঁজ দুজন যুবকের নাম অভ্রদ্বীপ আচারিয়া (২২) , দেব্যেজোর্তি সিংহ (২২) ।
শনিবার উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থেকে বন্ধুরা মিলে দিঘায় বেড়াতে আসেন। রবিবার দুপুরে ওড়িশার তালসারির সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এই দুই বন্ধু তলিয়ে যায়। জানা যায়, দুপুরে তারা সমুদ্রস্নানে মত্ত হয়ে পড়ে। অন্য ছয় বন্ধু মিলে সমুদ্র স্নানে নামতে বারণ করলেও তাদের কথা অমান্য করে উত্তাল সমুদ্রে স্নান করতে শুরু করে। ঢেউয়ের তোরে গভীর সমুদ্রে তলিয়ে যায়। বন্ধুদের দেখতে না পেয়ে শেষমেষ ওড়িশার তালসারি কোস্টাল পোস্টাল থানায় শরণাপন্ন হন বাকিরা। তালসারি কোস্টাল থানার পুলিশ নিখোঁজ অভিযোগ পেয়ে দ্রুত তাদের খোঁজা শুরু হয়। সন্ধ্যা গড়ালেও দুই যুবকের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।
আর ও পড়ুন বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি বলেন, ‘‘দিঘার বিস্তীর্ণ সৈকতে নুলিয়া, পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীদের পাহারায় নামানো হয়েছে।’’ তবে কয়েক কিলোমিটার দূরে ওড়িশার সৈকতে নিষেধাজ্ঞা নেই। পুলিশি প্রহরাও ততটা কড়া নয়। সেই ফাঁক গলেই মধ্যমগ্রামের পর্যটকদের ওই দলটি তালসারির কাছে সমুদ্রস্নানে নামে। তার জেরেই ঘটে দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম থেকে আট জন পর্যটকের একটি দল শনিবার উঠেছিল ওল্ড দিঘার একটি হোটেলে। তবে শনিবার থেকেই দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন। এর মাঝেই সমুদ্রে নামা বন্ধ করতে রবিবার থেকে আরও কড়া পদক্ষেপ করে জেলা প্রশাসন। ইতিমধ্যেই যে সব পর্যটক দিঘায় হাজির হয়েছেন, তাঁদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ জারি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই যুবক রবিবার বেলার দিকে সমুদ্রস্নান করার জন্য ওড়িশার তালসারিতে যান। সেখানে জলের তোড়ে তাঁরা তলিয়ে যান। তাঁরা মত্ত অবস্থায় সমুদ্রে নেমেছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের অনেকের মত।
রবিবার নিম্নচাপ ‘গুলাব’-র জেরে সমুদ্র অশান্ত। এলাকায় জারি রয়েছে সতর্কতা। প্রশাসনের তরফে সকল পর্যটক, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা গড়াতেই সমুদ্রে ঢেউ উত্তাল হয়ে ওঠে। যার জেরেই এই দুর্ঘটনা।
উল্লেখ্য, দিঘায় সমুদ্রে তলিয়ে ফের পর্যটকের মৃত্যু। গভীর নিন্মচাপের মাঝে প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২জন যুবক। মধ্যমগ্রাম থেকে দিঘায় বেড়াতে এসেছিল আট বন্ধুর দল। বৃষ্টি, বর্ষা, তারওপর নিম্নচাপের আগে উত্তাল ছিল ঢেউ। এরই মধ্যে ওই দুই যুবক ওড়িশায় তালসারিতে নেমেছিলেন স্নান করতে। নেমেই তলিয়ে যান দুই পর্যটক যুবক। নিখোঁজ দুজন যুবকের নাম অভ্রদ্বীপ আচারিয়া (২২) , দেব্যেজোর্তি সিংহ (২২) ।