দক্ষিন 24 পরগণা – কুলতলীর মৈপিঠ কোষ্টাল থানার নগেনাবাদের ৯ জন মৎস্যজীবী রবিবার বিকালে মা মাসুনা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। জিঞ্জির দ্বীপের কাছে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ সামুদ্রিক ঝড় এবং জলের টানে নৌকার পাঠাতনের কিছু অংশ ভেঙে যায়।
নৌকায় থাকা নয় মৎস্যজীবী নৌকার ভাঙা অংশ মেরামত করার চেষ্টা করেন কাপড় এবং বস্তা ব্যবহার করে। পরিস্থিতি খারাপ হওয়ায় তারা বিপদের মুখে পড়েন। মৈপিঠ কোষ্টাল থানার পুলিশ দ্রুত তাদের উদ্ধার অভিযান শুরু করে।
গভীর রাতে পুলিশ ৯ জনকে নিরাপদে উদ্ধার করে তাদের বাড়ি পৌঁছে দেয়। নয় মৎস্যজীবী সবাই অক্ষত থাকায় পরিবারের সদস্যরা এবং নগেনাবাদ এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
