নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,২১ শে সেপ্টেম্বরঃ সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো নুলিয়ারা ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘার মেরিনা ঘাটে । শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ধাননগর এলাকা থেকে পাঁচ বন্ধু মিলে সমুদ্র সৈকত দীঘাতে আসে । পাঁচ বন্ধু মিলে বেপরোয়া ভাবে মদ্যপান করে সমুদ্রে স্মান করতে নামে । কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় পাঁচ বন্ধুর মধ্যে এক বন্ধু উত্তম দিন্দা গভীর সমুদ্রের দিকে তলিয়ে যাচ্ছে । আর সব বন্ধু মিলে তাকে উদ্ধার করার চেষ্টা চালাতে থাকে । সমুদ্রে পাড়ে থাকা নুলিযারা দেখতে পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া পর্যটকে উদ্ধার করে দীঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে আসে । দীঘা থানায় ওসি বাসুকি ব্যানার্জি বলেন নন্দকুমার থানার ধাননগর এলাকা থেকে পাঁচ বন্ধু মিলে দীঘাতে বেড়াতে এসে ছিল । প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামতে বারন করা সত্যেও এরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে সমুদ্রে স্মান করতে নেমে তলিয়ে যায় । নুলিযারা উদ্ধার করে দীঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে যায় । তলিয়ে যাওয়া পর্যটক বর্তমানে সুস্থ আছে ।
সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটকে উদ্ধার করলো নুলিয়ারা
সমুদ্রে তলিয়ে যাওয়া এক পর্যটকে উদ্ধার করলো নুলিয়ারা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram