ভবানীপুর নির্বাচনে প্রার্থী কারা, সম্পত্তির অঙ্কে এগিয়ে কে? আগামিকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন।সেদিনই আবার মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে সাধারণ নির্বাচন। ঝুঁকি নিতে নারাজ কমিশন। ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ইতিমধ্যেই ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভবানীপুরে হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূলের তরফ থেকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী হলেন আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। কংগ্রেস এই আসনে কোনও প্রার্থী দেয়নি। হিন্দুস্তানী আওয়াম মোর্চার হয়ে লড়ছেন শতদ্রু রায়।
নির্দল হিসাবে লড়ছেন ৭ জন। তাঁরা শতদ্রু রায়, মলয় গুহ রায়, সাহিনা আহমেদ, আশরফ আলম, সুব্রত বসু, রুমা নন্দন, চন্দ্রচূড় গোস্বামী। এর পাশাপাশি বহুজন মহা পার্টির তরফে উপনির্বাচনে লড়ছেন মঙ্গল সরকার। ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির প্রার্থী হিসেবে ভবানীপুর উপনির্বাচনে লড়ছেন স্বর্ণলতা সরকার। সকলেই নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হলফনামা অনুসারে সম্পত্তির অঙ্কে সব থেকে এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লাখ ৩১ হাজার ২২২ টাকা। তাঁর বার্ষিক আয় ১০ লাখ ৩৫ হাজারের কিছু বেশি টাকা। তাঁর মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
আর ও পড়ুন নিম্নচাপের দাপটে সুন্দরবনে নদী বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে
এছাড়া একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে। ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রিয়াঙ্কার। তাঁর গয়নার দাম প্রায় ১৩ লাখ টাকা। এই প্রার্থীর ঋণ রয়েছে ৩৫ লাখ টাকার। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার রয়েছে।
২০১৯-২০ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকার। চলতি অর্থবর্ষে তা বেড়েছে। এখন তাঁর সম্পত্তি ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা। ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩২ লাখ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে।