সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন গ্রেফতার মা ও দাদা

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন গ্রেফতার মা ও দাদা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান:সম্পত্তি নিয়ে বিবাদ আর জেরেই খুন হতে হয়েছিল দুর্গাপুরের পারুলিয়ার বছর ২৯এর স্বরূপ শো কে।দেহ পাওয়া গিয়েছিল প্রতাপপুর পঞ্চায়েতের পাশে।

ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের লাউদোহা থানার পুলিশ স্বরূপের মা সুলোচনা শো ও দাদা অরূপ শো কে গ্রেপ্তার করেছে। সুদয় মোহন্ত নামে আরো এক কুখ্যাত দুষ্কৃতীকেও পুলিশ গ্রেপ্তার করেছে লাউদোহার কালিনগর থেকে, খোঁজ চলছে পলাতক আরো এক দুষ্কৃতীর। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন, জেরার মুখে স্বরূপের মা ও দাদা সব দোষ স্বীকার করেছে, কালীনগর এলাকা থেকে ধৃত দুষ্কৃতীকে জেরা করে এখন পুলিশ পুরো ঘটনা জানার চেষ্টা করছে। স্বরূপকে খুন করার জন্য কুখ্যাত দুষ্কৃতী সুদয় মোহন্তর সাথে যোগাযোগ করে স্বরূপের দাদা ও মা। শুরু হয় আর্থিক লেনদেনের দর কষাকষি, শেষ পর্যন্ত দুই লক্ষ টাকার রফা হয় এই অপরাধ সংগঠিত করতে। প্রথম ধাপের এক লক্ষ টাকা সুদয় মোহন্তর হাতে দেওয়া হয় টাকা পাওয়ার পর কুখ্যাত ঐ দুষ্কৃতী আরো একজনকে নিয়োগ করে স্বরূপকে খুনের জন্য, এই মাসের নয় তারিখে লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে জঙ্গল থেকে স্বরূপের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর আশ্চয্যের ঘটনা বিজেপির জেলা ও রাজ্য স্তরের নেতারা পারিবারিক এই ঘটনাকে রাজনীতির মোড়কে মুড়িয়ে দিয়ে এই ঘটনার দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছিল, থানা ঘেরাও থেকে মিছিল কি না হয়নি স্বরূপের মৃত্যুকে ঘিরে। শেষ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশের তৎপরতায় খুনের দায়ে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী সুদয় মোহন্ত। গ্রেপ্তার করা হয়েছে স্বরূপের মা ও দাদাকে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় স্বরূপের মা ও দাদাকে। স্বরূপের মায়ের ব্যাঙ্ক একাউন্ট থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল সুদয় কে, বাজেয়াপ্ত করা হয়েছে সুলোচনা শো র ব্যাঙ্ক ও চেক বই, ধৃতদের জেরা করে পুলিশ আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে, খোঁজ চলছে পলাতক আরো এক দুষ্কৃতীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top