সম্পত্তি লিখে না দেওয়ার অভিযোগে বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার ছেলে-বৌমার

সম্পত্তি লিখে না দেওয়ার অভিযোগে বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার ছেলে-বৌমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১১ নভেম্বর, ২০২০:সম্পত্তি না লিখে দেওয়াতে বৃদ্ধ বাবা-মাকে মারধোর অনাহারে রাখার অভিযোগ ছেলে ও তার বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রামে।  অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন বৃদ্ধ বাবা মা।

৬২ বছর বয়সের বাবা হেমন্ত ঘোষাল , ৫৬ বছর বয়সের মা সবিতা ঘোষাল । তাদের বেশ কিছু মেছো ঘেরি সম্পত্তি রয়েছে । সেই জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে তার একমাত্র ছেলে বছর ৩৫ রবিন ঘোষাল ও বৌমা বছর ৩২এর পিংকি ঘোষাল ।বেশ কয়েক বছর ধরে  বৃদ্ধ বাবা মাকে উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে। পাশাপাশি তাদের দিনের পরদিন  অভুক্ত করে রাখার অভিযোগ উঠেছে। প্রায় কয়েক বছর গন্ডগোল এমনকি বাবাকে মারধর করে বলে ছেলে-বৌমার বিরুদ্ধে বহুবার থানায়  অভিযোগ ও করা হয়েছে। গ্রামে শালিসী সভাও হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।  গতকাল মঙ্গলবার রাত্রি বেলায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধর করে ছেলে ও বৌমা, সেই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রাম বাসীদের সাহায্যে হাড়োয়া থানায় ছুটে যান প্রাণ রক্ষার্থে। সব অভিযোগ জানিয়ে বর্তমানে পুলিশের দ্বারস্থ হয়েছে ন বৃদ্ধ-বৃদ্ধা ।

আরও পড়ুন…করোনা আবহে কোন চাহিদা নেই প্রদীপেরও

একদিকে শারীরিক ও মানসিক অত্যাচার অন্যদিকে দীর্ঘদিন ধরে অনাহারে রাখার অভিযোগ ছেলে রবিন বৌমা পিংকির বিরুদ্ধে। ছেলে-বৌমার বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে বাবা মা। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top